আইন আদালতঃ
ইফতারের সময় র্যাব পরিচয় দিয়ে বাসা থেকে তুলে নিয়ে যাওয়া রাজনৈতিক সংগঠন রাষ্ট্রচিন্তা’র সদস্য ও করোনা-দুর্গতদের স্বেচ্ছাসেবায় নিয়োজিত দিদারুল ইসলাম ভু্ইয়াকে অবশেষে রমনা থানায় হস্তান্তর করা হয়েছে।
৬ মে, বুধবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করে রমনা জেনের এসি এসএম শামিম জানান, দিদারুল ইসলাম ভুইয়াসহ চারজনকে আজ সকালে থানায় হস্তান্তর করা হয়েছে। দিদারুলকে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার দেখানো হয়েছে।
এর আগে ৫ মে, মঙ্গলবার সন্ধ্যায় ইফতারের দুই মিনিট আগে ঢাকার উত্তর বাড্ডা এলাকার বাসা থেকে র্যাব পরিচয় দিয়ে তুলে নিয়ে যায় দিদারুল ইসলাম ভু্ইয়াকে।
পরে ঘটনার বর্ণনা দিয়ে দিদারুল ইসলাম ভু্ইয়ার স্ত্রী অপর্ণা বলেন, ‘ইফতারের কিছুক্ষণ আগে দুইটা মাইক্রো নিয়ে ১১-১২ জন লোক আসে বাসায়। তারা র্যা ব পরিচয় দেয়। আমাদের কোনো কিছু বলতে না দিয়ে ইফতারের ঠিক দুই মিনিট আগে তারা দিদারকে তুলে নিয়ে যায়।’
অপর্ণা বলেন, ‘এসময় তারা দিদারের দুইটা সিপিইউ, ল্যাপটপ, ওর ব্যবহৃত সরঞ্জাম নিয়ে যায়। দিদারকে নিয়ে যাওয়ার সময় তারা বলে, আমরা কিছু কথাবার্ত বলে তাকে ছেড়ে দিবো। ইফতারের ঠিক দুই মিনিট আগে তাকে গাড়িতে তোলা হয়। খুব কম সময়ের মধ্যে তাকে নিয়ে যায়, এসময় আমাদেরকে কিছু বলতেও দেয়নি তারা।’
তিনি বলেন, ‘আমার একটাই প্রশ্ন- ও এমন কোনো ক্রিমিনাল না, ক্রিমিনাল কাজ কর্মও কখনোই করে নাই, তাহলে কেন একজন মানুষকে, একজন নাগরিককে ইফতার করতে না দিয়ে তাকে এভাবে নিয়ে যাওয়া হবে?’
তিনি বলেন, ‘ওতো (দিদার) ইফতার করতে পারেই নাই, সাথে সাথে আমরা, আমাদের সাথে কয়েকটা পরিবার কেউই ইফতার করতে পারেন নাই। আজ আমরা এখনো ওই দুইদিনের রোজাতেই আছি। আমি অতিদ্রুত আমার স্বামী দিদারুল ইসলাম ভূইয়ার মুক্তি চাই, তাকে ফিরিয়ে দিন।’
-ডিকে