রয়টার্সের ২ সাংবাদিকের ৭ বছর কারাদণ্ড

অনলাইন ডেস্কঃ

মিয়ানমারে রোহিঙ্গা নিপীড়নের তথ্য সংগ্রহের সময় গ্রেপ্তার রয়টার্সের দুই সাংবাদিককে সাত বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত।

রাষ্ট্রীয় গোপনীয়তা আইন লঙ্ঘনের অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়েছে ওই দুই সাংবাদিককে।

সোমবার ইয়াঙ্গুনের জেলা জজ আদালত এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত দুই সাংবাদিক হলেন- ওয়া লোন (৩২) ও কিয়াও সো ওর (২৮)। তারা দু’জনই মিয়ানমারের নাগরিক।

এই দুই সাংবাদিক গতবছর পুলিশের কাছ থেকে নথি পাওয়ার কিছুক্ষণের মধ্যে গ্রেপ্তার হন। এরপর তাদের বিরুদ্ধে মামলা দায়ের হলে বিষয়টা মিয়ানমারের গণমাধ্যমকর্মীদের স্বাধীনতা নিয়ে প্রশ্ন তোলে।

শুরু থেকেই এ দুই সাংবাদিক বলে আসছেন তাদের ফাঁদে ফেলা হয়েছে।

রায় ঘোষণার সময় বিচারক ইয়ে লউইন বলেন, ‘ওই দুই সাংবাদিক গোপনীয় নথি সংগ্রহ ও প্রাপ্তি উপনিবেশিক যুগের অফিসিয়াল সিক্রেটস আইন ভঙ্গ করেছেন। এ জন্য তাদের দোষী সাব্যস্ত করে দণ্ডিত করা হয়েছে।

রয়টার্সের প্রধান সম্পাদক স্টিফেন জে অ্যাডলার রায়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, ‘মিয়ানমারের জন্য, রয়টার্সের সাংবাদিক ওয়া লোন ও কিয়াও সো ওর জন্য এবং বিশ্বের সব সংবাদমাধ্যমের জন্য আজ একটি দুঃখের দিন।

-ডিকে

FacebookTwitter