রোগির গালে ডাক্তারের চুমু: ডাক্তারকে অব্যাহতি

স্বাস্থ্যঃ

নারী রোগির গালে ব্রণের ইনফেকশন আছে কিনা তা চুমু দিয়ে দেখা রাজধানীর ধানমন্ডির পপুলার হাসপাতালের ডাক্তার শওকত হায়দারকে স্থায়ীভাবে অব্যাহতি দেওয়া হয়েছে।

যৌন হয়রানির দায়ে তার বিরুদ্ধে এই ব্যবস্থা নিয়েছে পপুলার হাসপাতাল কর্তৃপক্ষ।

সোমবার বিকেলে পপুলার হাসপাতালের মানবসম্পদ ও প্রশাসন বিভাগের প্রধান অচিন্ত্যকুমার নাগ এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ডাক্তার শওকত হায়দার তাদের হাসপাতালের পার্মানেন্ট কর্মী নন। তিনি খণ্ডকালীন সপ্তাহে মাত্র ২ দিন চেম্বার করতেন।
যেহেতু ঘটনাটি এখানে ঘটেছে, তাই তাকে এখানকার চেম্বার করা থেকে স্থায়ীভাবে অব্যাহতি দেওয়া হয়েছে।
এছাড়া হাসপাতাল কর্তৃপক্ষের আর কিছু করার নেই বলেও জানান পপুলারের এই কর্মকর্তা।

১৫ জুন শনিবার দুপুরে পপুলার হাসপাতালের চর্ম ও যৌনরোগ বিশেষজ্ঞ ডা. শওকত হায়দারের বিরুদ্ধে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থী যৌন হয়রানির অভিযোগ তোলেন। তিনি এ ব্যাপারে লিখিত অভিযোগ করেন।

ডাক্তার শওকত হায়দার স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে এমবিবিএস করেছেন। তিনি প্রাইভেট প্রাক্টিস করেন, বিএমডিসি নম্বর এডি-১৬০৬। তার গ্রামের বাড়ি যশোরে।

শুক্র ও শনিবার ছাড়া সপ্তাহের বাকি দিনগুলো তিনি সেখানে রোগি দেখে থাকেন বলে জানা গেছে।

-ডিকে

FacebookTwitter