রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ গুলিবিদ্ধ, হাসপাতালে ভর্তি

রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ গুলিবিদ্ধ, হাসপাতালে ভর্তি
রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ গুলিবিদ্ধ, হাসপাতালে ভর্তি

সারাদেশঃ
কক্সবাজার উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে দুই গ্রুপের সংঘর্ষে রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার (২৯ সেপ্টেম্বর) এ ঘটনা ঘটে।

রোহিঙ্গা ইস্যুতে আলোচিত সংগঠনের নাম আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস এ্যান্ড হিউম্যান রাইটস। কয়েক ঘন্টার ব্যবধানে বিশাল সমাবেশ আয়োজন করে বাংলাদেশের সর্বস্তরের মানুষের নজরে আসে সংগঠনটি। এর মূল নেতৃত্বে রয়েছে রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ। তিনি এখন উখিয়া-টেকনাফের ৩২ রোহিঙ্গা আশ্রয় শিবিরের নেতা হিসেবে কাজ করছেন।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যুক্তরাষ্ট্র গিয়ে সাক্ষাৎ করে আসার পর প্রত্যাবাসন কর্মসূচি ঠেকিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে মুহিবুল্লাহর বিরুদ্ধে।

বলা হচ্ছে, বিদেশি এনজিওগুলোকেও মুহিব্বুল্লাহ তার হাতের মুঠিতে নিয়ে নিয়েছেন। পরে লাখো রোহিঙ্গার সমাবেশ ঘটিয়ে আলোচনার তুঙ্গে এনেছেন নিজেকে।

-শি

FacebookTwitter