ডেস্ক রিপোর্টঃ

লকডাউনের শুরুতেই রেল যোগাযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। লকডাউন থেকে বেরিয়ে আসতে পোশাক কারখানা চালুসহ কিছু কিছু ক্ষেত্রে শিথিল করার চিন্তা করছে সরকার। এরই ধারাবাহিকতায় রেলপথে পরিবহন চালুর বিষয়ে কার্যক্রম চলছে।

জানা গেছে, প্রথমে কাঁচামাল ও শাকসবজি পরিবহনের জন্য মালগাড়ি চালু করা হবে। পরবর্তীতে স্বল্প আকারে আন্তনগর ট্রেন চালু করা হতে পারে।

তবে রেল চালুর সঠিক দিন এখনও জানানো হয়নি। তবে ৫ মের পর থেকে রেল চলাচল শুরু করার বিষয়ে প্রস্তুতি নিচ্ছে রেলপথ মন্ত্রণালয়।

সোমবার রেলওয়ের মহাপরিচালক মো. শামসুজ্জামানের উপস্থিতিতে এবং সভাপতিত্বে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বেলা ১১টায় ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠকে রেল চালুর বিষয়ে আলোচনা হতে পারে বলে জানা গেছে।

-এফকে

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily