করোনা সংবাদঃ

করোনাভাইরাসের (কোভিড-১৯) চিকিৎসায় ‘রেমডেসিভির’ ওষুধ ব্যবহারের অনুমতি দিয়েছে যুক্তরাষ্ট্র। শুধুমাত্র জরুরি প্রয়োজনে এই ওষুধ ব্যবহার করা হবে। দেশেটির ‘দ্য ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন’ এই অনুমোদন দেয়।

যার ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল ট্রাম্প। ১ মে, শুক্রবার ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান গিলিয়েড সায়েন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা ডেন ও’ডেকে সঙ্গে নিয়ে এই ঘোষণা দেন তিনি। এমন খবর প্রকাশ করেছে নিউইয়র্ক টাইমস।

এ সময় ট্রাম্প জানান, হোয়াইট হাউসের করোনাভাইরাস টাস্কফোর্সের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের সঙ্গে এই ওষুধ ব্যবহারের বিষয়ে তিনি কথা বলেছেন। টাস্কফোর্সের সদস্য অ্যান্থনি ফউসি ও দেবোরাহ ব্রিক্স ছাড়াও এফডিও প্রধান স্টিফেন হাহন ওষুধ অনুমোদন দেয়ার ক্ষেত্রে সম্মতি দিয়েছেন।

এর আগে মার্কিন বিজ্ঞানীরা ‘রেমডেসিভির’র কার্যকারিতার বিষয়ে হোয়াইট হাউসকে জানায়। ক্লিনিক্যাল ট্রায়ালে এই ওষুধের কার্যকারিতার প্রমাণিত হয়।

এরপর একেবারে আশঙ্কাজনক রোগীদের ক্ষেত্রে এই ওষুধ ব্যবহার করা হচ্ছিল। তবে, অনুমোদনের পর দেশটির চিকিৎসকরা এখন থেকে এই ওষুধ প্রেসক্রাইব করতে পারবেন।

প্রসঙ্গত, করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যার দিক দিয়ে শীর্ষ অবস্থানে আছে যুক্তরাষ্ট্র। ওয়ার্ল্ডোমিটার’র তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় মারা গেছে ১ হাজার ৯১৫ জন। এতে করে মৃতের সংখ্যা বেড়ে ৬৫ হাজার ৭৭৬ জনে দাঁড়িয়েছে। আর আক্রান্ত হয়েছেন ১১ লাখ ৩১ হাজার ৪৫২ জন।

-ডিকে

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily