আইন আদালতঃ
বরগুনায় আলোচিত রিফাত শরীফ হত্যা মামলার চার্জশিট গ্রহণ করেছে আদালত।
২৪ জনকে আসামি করে দেয়া পুলিশের চার্জশিট চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত গ্রহণ করেন। এসময় পলাতক ৯ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করেন আদালত।
বুধবার দুপুর ২টা ৫ মিনিটে চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক সিরাজুল ইসলাম গাজী চার্জশিট গ্রহণ করেন। পুলিশের দেয়া দুই ধাপের চার্জশিটের শিশু অপরাধীদের চার্জশিট আমলে নিয়ে শিশু আদালতে প্রেরণ করেন বিচারক।
এর আগে সকাল ১০টায় জেলা কারাগার থেকে প্রাপ্ত বয়স্ক ৭ আসামিকে আদালতে হাজির করে পুলিশ।
একই সময় জামিনে থাকা নিহত রিফাতের স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নি ও আরিয়ান শ্রাবণকে আদালতে নিয়ে আসে তার পরিবার।
একই দিনে জেলা ও দায়রা জজ আদালতে কিশোর অপরাধী নাজমুলের জামিন শুনানি থাকায় মামলার মূল নথি ছিল সেখানে। তাই মামলার নথি আসার পর শুরু হয় চার্জশিটের শুনানি।
শুনানি শেষে চার্জশিট গ্রহণ করেন আদালত। এসময় গ্রেপ্তার ৬ আসামির পক্ষে জামিন আবেদন করেন একাধীক আইনজীবি।
আরও পড়ুনঃ
রিফাত হত্যার চার্জশীট আদালতে গৃহিত
একই সাথে পুলিশ তদন্ত প্রতিবেদনে আসামি তালিকাভূক্ত পলাতক ৯ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।
-কেএম