কূটনৈতিকঃ
বাংলাদেশের রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও আম উপহার হিসেবে পাঠিয়েছে পাকিস্তান।

সোমবার (০২ আগস্ট) ঢাকায় নিযুক্ত পাকিস্তান হাইকমিশন এ তথ্য জানান।

পাকিস্তান হাইকমিশন জানিয়েছে, গত বছরের মতো এবারও ইমরান খান সরকার বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং অন্যান্য গন্যমান্য ব্যক্তিদের জন্য উপহার হিসেবে তাজা পাকিস্তানি আম পাঠানো হয়েছে।

সোমবার রাতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকেও আম উপহার হিসেবে গুলশানের বাসভবন ফিরোজায় উপহারের আমের ঝুড়ি পাঠায় বাংলাদেশে অবস্থিত পাকিস্তান হাইকমিশন।

এর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান‌কে শুভেচ্ছা উপহার হিসেবে এক হাজার কে‌জি হা‌ড়িভাঙ্গা আম উপহার হিসেবে পাঠিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা।

-কেএম

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily