নিজস্ব প্রতিনিধি:
র্যাব পরিচয়ে রাষ্ট্রচিন্তা মঞ্চ নামে একটি সংগঠনের সঙ্গে যুক্ত দিদারুল ভূঁইয়া নামে এক ব্যক্তিকে তার বাসা থেকে ‘তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। ওই ব্যক্তির ল্যাপটপ, মোবাইল ফোনসহ নিয়ে গেছে সাদা পোশাকের কিছু লোকজন।
দিদারুলের ঘনিষ্ঠ এক ব্যক্তি গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করে জানান, গতকাল মঙ্গলবার ইফতারের আগে দুটি কালো মাইক্রোবাসে করে সাদা পোশাকের কিছু লোকজন আসেন। তারা নিজেদের র্যাব সদস্য বলে পরিচয় দিয়ে দিদারুলকে তুলে নিয়ে যায়। তারা জানিয়েছে জিজ্ঞাসাবাদের পর তাকে ছেড়ে দেওয়া হবে।
সুপ্রিম কোর্টের আইনজীবী ও রাষ্ট্রচিন্তার আরেক সদস্য হাসনাত কাইয়ূম গণমাধ্যমে বলেন, ‘দরিদ্র, নিরন্ন মানুষকে ত্রাণ বিতরণের কাজ চলছে এমন অবস্থায় দিদারুলকে তুলে নিয়ে যাওয়া হয়।’ তারা উদ্বিগ্ন! দিদারুলকে দ্রুত ফিরিয়ে দেওয়ার দাবিও করেন হাসনাত কাইয়ূম।
র্যাবের বিরুদ্ধে অভিযোগ ওঠায় বাহিনীর অতিরিক্ত মহাপরচিালক কর্ণেল তোফায়েল মোস্তফা সারওয়ার এ ব্যাপারে জিজ্ঞেস করলে এ ব্যাপারে জানেন না বলে তিনি জানান। সারওয়ার বলেন, ‘দিদারুল সাহেব সম্পর্কে দেওয়ার মতো তথ্য আমার কাছে নেই।’
ফেসবুক থেকে জানা গেছে, রাষ্ট্রচিন্তা একটি সংগঠন। একটি ন্যায়ভিত্তিক, মানবিক ও গণক্ষমতাকেন্দ্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে বিদ্যমান রাষ্ট্রব্যবস্থার সংকট চিহ্নিত করা এবং আলাপ-আলোচনার মাধ্যমে সমাধানের সম্ভাব্য পথ অনুসন্ধান করার একটি উদ্যোগ- লেখা আছে ফেসবুকট পেজটিতে। এ ছাড়া তুলে নিয়ে যাওয়া দিদারুলের ফেসবুকে মহামারি মোকাবিলায় রাষ্ট্রীয় সিদ্ধান্ত ও ত্রাণ বিতরণ প্রসঙ্গে সমালোচনামূলক কিছু লেখা দেখা গেছে।
-এফকে