রাবি প্রতিনিধিঃ
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের নতুন কমিটি গঠিত হয়েছে। প্রাণিবিদ্যা বিভাগের প্রফেসর ড. হাবিবুর রহমান ১১২ ভোট পেয়ে সভাপতি ও ইনফরমেশন এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. আওরঙ্গজীব মো. আব্দুর রহমান ১১৮ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।

রোববার বিশ্ববিদ্যালয় জুবেরী ভবনে সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভোট গ্রহণ শেষে বিকেল সাড়ে টায় ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ফার্মেসী বিভাগের প্রফেসর ড. গোলাম সাদিক।

নির্বাচিত ফোরামের অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি ড. এ. এন. এম জাহাঙ্গীর কবির, যুগ্ম সম্পাদক ড. মো. মোশাররফ হোসেন, ত. মো. আবুল হাসান (মুকুল), কোষাধ্যক্ষ ড. মো ফরিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ সাজ্জাদুর রহিম, যুগ্ম-সাংগঠনিক সম্পাদক ড. মো তরিকুল ইসলাম, প্রচার সম্পাদক- ড. মো আব্দলু খালেক, তথ্য ও গবেষনা সম্পাদক- ড. মো আব্দুল হান্নান, যুগ্ম তথ্য ও গবেষণা সম্পাদক ড . মোছা শাহানা পারভীন, সদস্য ড. মো রেজাউল করিম, ড. সৈয়দ সরওয়ার জাহান (লিটন) ড. মো সাইফুল ইসলাম ফারুকী, ড. ফকির নজরুল ইসলাম, কলা অনুষদ প্রতিনিধি- ড. যাহার – ই- তাশনীম (নীলা), আইন চারুকলা- ড. মো মুস্তাফিজুর রহমান, বিজ্ঞান অনুষদ- ড. মো ইসমাইল তারেক, ব্যবসা অনুষদ- মো. মাহবুবার রহমান, সামাজিক বিজ্ঞান অনুষদ- ড. মো জাহাঙ্গীর হোসেন (বাবু), জীব ও ভূ বিজ্ঞান অনুষদ- ড. মো আরিফুল হাসান(উপল), কৃষি অনুষদ- ড. মো আবুল কালাম আজাদ, প্রকৌশল অনুষদ- ড. মো আসাদুল হক, ইনস্টিটিউট প্রতিনিধি- ড. এম. মোস্তফা কামাল।

ফলাফল ঘোষনার সময় উপস্থিত ছিলেন ফোরামের উপদেষ্টা ও সাদা দলের আহ্বায়ক প্রফেসর ড . এনামুল হক, কলা অনুষদের ডীন ফজলুল হক, সিন্ডিকেট মেম্বার প্রফেসর ড. আব্দুল আলীম, রাবি ক্লাবের সাধারণ সম্পাদক ড. শামসুজ্জোহা এছামী প্রমুখ।

-এসএম

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily