রাবি প্রতিনিধিঃ

সরকারি কাজে বাধা দেয়ার অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি ইব্রাহিম হোসেন মুনকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার বিকেলে রাজশাহী মহানগরীর কাজলা এলাকায় ওই নেতার মালিকানাধীন সিয়ামুন চাইনিজ রেস্টুরেন্টে ভ্রাম্যমাণ আদালতে অভিযান চালানোর সময় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে ভ্রাম্যমাণ আদালত ভেজালবিরোধী অভিযান পরিচালনা করতে গিয়েছিলেন কাজলা এলাকার সিয়ামুন চাইনিজ রেস্টুরেন্টে। খবর পেয়ে সেখানে হাজির হন রেস্টুরেন্টের মালিক রাবি ছাত্রলীগের সাবেক সভাপতি ইব্রাহিম হোসেন মুন। এ সময় তিনি নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়ে জড়ান। এক পর্যায়ে তিনি ভ্রাম্যমাণ আদালত বন্ধ করার জন্য বল প্রয়োগ করেন। এক পর্যায়ে ভ্রাম্যমাণ আদালত তাকে কারাদণ্ড দেন।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট মামনুল ইসলাম অনিক জানান, দণ্ডবিধির ১৮৬ ধারায় সরকারি কাজে বাধাদানের অভিযোগে ইব্রাহিম হোসেন মুনকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।

প্রসঙ্গত, ইব্রাহিম হোসেন মুন পাবনা-১ আসনে সংসদ সদস্য নির্বাচনের জন্য আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছেন।

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily