রাবি প্রতিনিধিঃ
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কেন্দ্রীয় গ্রন্থাগারে বই নিয়ে প্রবেশের অনুমতির দাবিতে অনড় অবস্থানে রয়েছে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের দাবির পর আজ মঙ্গলবার বেলা ১১টায় গ্রন্থাগারের সামনে লাগাতার দাবির অংশ হিসেবে মানববন্ধন কর্মসূচি পালন করেছে তারা।এতে অংশ নেয় প্রায় তিন শতাধিক শিক্ষার্থী।
ফাইন্যান্স বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মাসুদ শেখের সঞ্চালনায় রাবি মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি তারিকুল হাসান বলেন, বর্তমানে দেশ এনালগ থেকে ডিজিটালে রুপান্তরিত হয়েছে এবং প্রতিটি সেক্টরে প্রযুক্তির ছোঁয়া লেগেছে। কিন্ত দেশের দ্বিতীয় বৃহত্তম গ্রন্থাগারে আধুনিকায়নের ছোঁয়া মিলেনি আজও।
অন্যদিকে বিশ্বদ্যিালয়ের বাতিঘর হচ্ছে গ্রন্থাগার। সেই গ্রন্থাগারই নানা সমস্যাই জর্জরিত।
এছাড়াও প্রয়োজনীয় বই প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে। যার ফলে গ্রন্থাগারের পুরো আসন ফাঁকা থাকে। তাই প্রশাসনের দ্রুত সমস্যা নিরসন করা উচিৎ বলে মন্তব্য করেন তিনি।
এসময় সাধারণ শিক্ষাথীরা মানববন্ধনে সাত দফা দাবি উথাপন করেন। দাবিগুলো হলো, কেন্দ্রীয় গ্রন্থাগারে বুক সেলফ সিস্টেম চালু, স্থায়ী সমাধানকল্পে ফ্লোর নির্মাণ করে আসন সংখ্যা বর্ধন, কেন্দ্রীয় গ্রন্থাগার সকাল ৮ টা হতে রাত ১০ টা পর্যন্ত দৈনিক ১৪ ঘন্টা খোলা, শুক্রবার বিকাল ৩ টা থেকে রাত ১০ টা এবং শনিবার সকাল ৮ টা হতে রাত ১০ টা পর্যন্ত খোঁলা, সরকারী ছুটি ব্যতীত অন্যন্য গ্রীষ্মকালীন, শীতকালীন ছুটিতে হল কেন্দ্রীয় গ্রন্থাগার ও ডিসকাশন রুম খোলা রাখা, পর্যাপ্তÍ বাল্বের ব্যবস্থা ও গ্রন্থাগারে আধুনিক ফ্যান ও এসি সংযুক্ত করার দাবি জানান তারা।
এসময় অন্যদের মধ্যে বক্তব্য দেন, বাংলা বিভাগের অবন্তী সরকার, মাকেটিং বিভাগের মাহফুজ মুন্না ও সাদ্দাম হোসেন, প্রাণিবিদ্যা বিভাগের রাজিয়া আক্তার, মনোবিজ্ঞান বিভাগের নুর সরকার প্রমুখ।
এর আগে গত বৃহস্পতিবার (২৮ মার্চ) একই দাবিতে মানবন্ধন পরবর্তী বিশ্ববিদ্যালয় ভিসি বরাবর স্মারকলিপি প্রদান করে রাবি শাখা ছাত্রলীগ।
-আরবি