রাবি প্রতিনিধিঃ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সোহেল রানা নামের এক চতুর্থ শ্রেণীর কর্মচারীকে চাপাতির আঘাতে গুরুতর জখম করেছে সন্ত্রাসীরা। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) ২ নং ওয়ার্ডে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।

শনিবার রাতে সাড়ে ১০ টার দিকে বিশ^বিদ্যালয়ের ডিউটি শেষে বাড়ি ফেরার পথে নগরীর ধরমপুর এলাকায় এ ঘটনা ঘটে। তবে এঘটনায় জড়িতদের নাম পরিচয় জানা যায়নি। ভুক্তভোগী সোহেল রানা বিশ্ববিদ্যালয়েরর স্টুয়ার্ড শাখার (মাস্টাররোল) প্রহরী।

সূত্রে জানা যায়, সোহেল রানা বিশ্ববিদ্যালয়ে দুপুর ২ টা থেকে রাত ১০ টা পর্যন্ত দায়িত্বপালন শেষে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে কয়েকজন পথ রোধ করে চাপাতি দিয়ে ঘাড়ে আঘাত করে পালিয়ে যায়। চাপাতির আঘাতে তার ঘাড়ে গুরুতর জখম হয়।

এদিকে সোহেল রানার বরাত দিয়ে তার ভাতিজা সারোয়ার জানান, বিশ্ববিদ্যালয়ে ডিউটি শেষে চায়ের দোকান থেকে বাড়ির উদ্দেশ্যে যায়। পথে কয়েকজন তার মোবাইল ও ব্যবসার বিশ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। ধস্তাধস্তির এক পর্যায়ে না দিলেও তাকে এলোপাথাড়ি কুপিয়ে মোবাইল ও টাকা নিয়ে পালিয়ে যায়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. লুৎফর রহমান বলেন, ধরমপুরের কর্মচারীর উপর হামলা চালিয়ে গুরুতর আহত হওয়ার ঘটনাটি শুনেছি। সেই ঘটনায় জড়িতদের আইনের আওতায় নিয়ে আসার জন্য চেষ্টা চালাচ্ছি।

নগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাৎ হোসেন জানান, এ ঘটনায় লিখিত কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

-ডিকে

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily