রাবি প্রতিনিধিঃ
ক্যাম্পাসে র‌্যাগিং করলে ছাত্রত্ব বাতিলসহ বিভাগের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে ঘোষনা দিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. এম আব্দুস সোবহান। সোমবার বিশ্ববিদ্যালর প্রশাসনের র‌্যাগিং ও মাদক প্রতিরোধ কমিটির আয়োজিত র‌্যালির পূর্বে সংক্ষিপ্ত সমাবেশে এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মাদকের মতো মরণ ছোবলে আসক্ত হওয়া ও র‌্যাগিং এর মতো জঘন্য অপরাধে জড়ানোসহ বিপথে যাওয়ার দায় শিক্ষকরা কোন মতেই এড়িয়ে যেতে পারেন না। তাই শিক্ষার্থীদের বিপথে যাওয়া থেকে বাচাতে পুথিগত বিদ্যার পাশাপাশি আদর্শগত শিক্ষায় শিক্ষিত করে তুলতে আহ্বান জানান তিনি।

উপাচার্য বলেন, সিনিয়র শিক্ষার্থীরা র‌্যাগিং এর নামে কোমলমতি শিক্ষার্থীদের যেভাবে হেনস্থা করে তা কোনোভাবেই কাম্য নয়। এমন ঘটনার পুনরাবৃত্তি ঘটলে র‌্যাগ দেওয়ার বিষয়টি প্রমাণ হলে শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিল ও বিভাগের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক ড. লুৎফর রহমানের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন, রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত রেঞ্জ ডিআইজি মাসুদুর রহমান।

এছাড়া র‌্যালিতে বিশ্ববিদ্যালয় উপ-উপাচার্য অধ্যাপক ড. আনন্দ কুমার সাহা, অধ্যাপক ড. চৌধুরী মো. জাকারিয়া, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. লায়লা আরজুমান বানু, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক ড. প্রভাষ কুমার কর্মকার প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে বেলা সাড়ে ১১ টায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনের সামনে থেকে শুরু হয়ে বিশাল র‌্যালিটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে।

-ডিকে

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily