রাবি প্রতিনিধিঃ
‘শুদ্ধ চয়নে আলোকিত হোক যুক্তির মিছিল’এই স্লোাগানকে সামনে রেখে আগামী ১৫ ফ্রেব্রুয়ারি থেকে ২৩ ফ্রেব্রুয়ারি ৯ দিন ব্যাপী রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) বিজনেস স্টাডিজ ফ্যাকাল্টি ডিবেটিং ফোরাম (বিএফডিএফ) আয়োজন করতে যাচ্ছে “ন্যাচুরা-প্রথম আলো জাতীয় বিতর্ক উৎসব ২০১৯।
বৃহস্পতিবার বিকেল ৪ টার দিকে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিএফডিএফের প্রধান নির্বাহী সদস্য মো: আবু ইউসুফ।
লিখিত বক্তব্যে তিনি জানান, এই উৎসবটি যথাক্রমে আন্তঃস্কুল, আন্তঃকলেজ ও আন্তঃবিশ্ববিদ্যালয় এই ৩টি বিভাগে অনুষ্ঠিত হবে। উক্ত এই প্রতিযোগিতায় রাজশাহী শথহরের বিভিন্ন স্কুল থেকে ২৪টি দল অংশগ্রহন করবে।
উৎসবের ২য় পর্ব আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ১৬ফ্রেব্রুয়ারি উক্ত এই প্রতিযোগিতায় রাজশাহী আঞ্চলের বিভিন্ন জেলার বিভিন্ন কলেজ থেকে ১৬ টি দল অংশগ্রহন করবে।
উৎসবের তয় পর্ব আন্তঃ বিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতাটি আগামী ২২ ফ্রেবরুয়ারি অনুষ্ঠিত হবে। সারা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৩২ টি দল এই প্রতিযোগিতায় অংশগ্রহন করবে। এই অনুষ্ঠানে বিতর্কগুলো একযোগে বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র ভবন, সিরাজী ভবন, মমতাজ উদ্দিন কলা ভবন, স্যার জগদিশ চন্দ্র বসু একাডেমিক ভবন, ড: কুদরত ই খুদা একাডেমিক ভবনে অনুষ্ঠিত হবে।
আরও পড়ুনঃ
বিশ্ব ইজতেমা শুরু, জেনে নিন কোন জেলার কোন খিত্তা
বিশ্ববিদ্যালয় কাজী নজরুল ইসলাম মিলনায়তনে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ফাইনাল বিতর্কে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপমহাদেশের প্রখ্যাত কথা সাহিত্যিক অধ্যাপক হাসান আজিজুল হক , বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. এম আব্দুস সোবহান প্রমুখ।
-এসএম
-এসএম