আইন আদালতঃ
রাজধানীর মেরুল বাড্ডায় অভিযান চালিয়ে গাড়ি ও স্বর্ণ ব্যবসায়ী মনির হোসেন ওরফে গোল্ডেন মনিরকে আটক করেছে র‌্যাব।

গত রাতভর তার বাসয় অভিযান চলার পর আজ ২১ নভেম্বর, শনিবার সকালে তাকে আটক করা হয়।

গোল্ডেন মনিরের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। রাতভর অভিযানে তার বাসা থেকে বিপুল পরিমাণ দেশি-বিদেশি মদ, মুদ্রা, স্বর্ণ, অস্ত্র উদ্ধার করা হয়।

র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসুর নেতৃত্বে এই অভিযানটি পরিচালিত হচ্ছে। বাসভবনের পাশাপাশি মনিরের ব্যবসা প্রতিষ্ঠানেও অভিযান চলছে।

র‌্যাব এর লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক কর্নেল আশিক বিল্লাহ গণমাধ্যমকে জানান, মেরুল বাড্ডার গোল্ডেন মনিরের বাসড়ীতে অভিযান চালানো হচ্ছে।

র‌্যাব সূত্রে জানা গেছে, গোল্ডেন মনিরের নামে বাড্ডার ডিআইটি প্রজেক্টে ৭০টি প্লট রয়েছে। তার বিরুদ্ধে অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।

গোল্ডেন মনির ঢাকা মহানগর বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক ও ওয়ার্ড কমিশনার আব্দুল কাইয়ুমের অন্যতম সহযোগী ছিলেন।

-বি

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily