অনলাইন ডেস্কঃ

রাজশাহীতে বিশেষ অভিযান চালিয়ে ১০৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাত থেকে আজ শনিবার দুপুর পর্যন্ত জেলা ও মহানগর পুলিশের পৃথক পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

এর মধ্যে মহানগর পুলিশ ৫৮ জনকে ও জেলা পুলিশ ৫০ জনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে।

মহানগর পুলিশের মুখপাত্র সিনিয়র সহকারি কমিশনার ইফতেখায়ের আলম জানান, শুক্রবার রাতভর নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আরএমপির ১২ থানা ও গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ ৫২ জনকে আটক করে।

এছাড়াও আজ দুপুর পর্যন্ত নগরীর শাহ্ মখদুম থানার বড়বনগ্রাম এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে আরও ছয়জনকে আটক করা হয়।

অপরদিকে, জেলা পুলিশের মুখপাত্র সিনিয়র সহকারি পুলিশ সুপার আবদুর রাজ্জাক খান জানান, জেলার আট থানা পুলিশ শুক্রবার রাতে অভিযান চালিয়ে ৫০ জনকে আটক করেছে। এসব অভিযানে বেশকিছু মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।

-আরবি

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily