নিজস্ব প্রতিবেদকঃ
রাজশাহী নগরীতে মোঃ শামীম (৪৫) নামের এক ব্যক্তির মাথায় হাতুড়ী মেরে নগদ ১১ হাজার টাকা ও স্বর্ণের চেইন ছিনতাই করেছে বলে অভিযোগ উঠেছে।
গত বুধবার দিবাগত রাত ৯টার দিকে নগরীর বোয়ালিয়া থানাধিন বর্ণালী মোড়ে অবস্থিত মরিয়ম আলী টাওয়ারের সামনের ব্যস্ততম রাস্তায় এ ঘটনা ঘটে। এ সময় হাতুড়ির আঘাতে শামীমের মাথা ফেটে রক্ত ঝরতে থাকলে তাকে স্থানীয়রা উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ৮ নং ওয়ার্ডে ভর্তি করে।
আহত শামীম নগরীর বর্ণালীর মোড়ে অবস্থিত মরিয়ম আলী টাওয়ারে কেয়ার টেকার হিসেবে কর্মরত। তিনি নগরীর বোয়ালিয়া থানাধিন হেঁতমখা সবজি পাড়া এলাকার মৃত আব্দুল মজিতের ছেলে। জানতে চাইলে শামীম বলেন, গত বুধবার রাত ৯টার দিকে আমি আমার মালিকের কাজে যাওয়ার উদ্দেশ্যে মরিয়ম আলী টাওয়ার থেকে রাস্তায় নামামাত্র একটি এফজেড মোটর সাইকেল যোগে ৩ জন যুবক আমার গতিরোধ করে। এসময় তাদের মধ্যে মিঠু নামের একজন যুবক পেছন থেকে আমার মাথায় হাতুড়ী দিয়ে আঘাত করে। এতে তার মাথায় ৫টি সেলায় দেয় কর্তব্যরত চিকিৎসক।
তিনি আরো বলেন, হাতুড়ির আঘাতে মাথা থেকে রক্ত ঝরতে থাকে এবং আমার চোখ অন্ধকার হয়ে যায়। এ সময় আমি রাস্তায় লুটিয়ে পড়লে আমার মানিব্যাগে থাকা নগদ ১১হাজার টাকা ও গলায় থাকা স্বর্ণের চেইন ছিড়ে নিয়ে ছিনতাইকারীরা পালিয়ে যায়।
পরে স্থানীয়দের সহযোগীতায় আমি রামেকের ৮ নং ওয়ার্ডে ভর্তি হই। বর্তমানে শামীম রামেকের ৮নং ওয়ার্ডে চিকিৎসাধিন রয়েছে। চিকিৎসা শেষে থানায় মামলা করবে বলেও জানায় শামীম।
-এসএম