রাজপথে প্রথম সাইকেল লেন তৈরি

অনলাইনঃ
প্রথমবারের মত ঢাকার রাস্তায় তৈরি হচ্ছে আলাদা সাইকেল লেন।

সাইকেল চালকদের জন্য আগারগাঁওয়ে ৯ কিলোমিটার লেন করছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

ভয়ানক যানজট, বেপরোয়া গাড়িচালক, মোটরসাইকেলের আধিক্য এবং অসচেতন পথচারীদের হাত থেকে নিজেদের রক্ষা করে ঢাকার ব্যস্ত সড়কে বাইসাইকেল চালানো অনেক কষ্টসাধ্য কাজ। পৃথিবীর অনেক শহরে শুধুমাত্র সাইকেল চালকদের জন্যে আলাদা লেন থাকলেও ঢাকার রাস্তায় এটি নেই।

সাইকেল চালকদের জন্য আলাদা লেন হচ্ছে আগারগাওঁয়ে অবস্থিত ইসলামিক ফাউন্ডেশনের উত্তরপ্রান্ত থেকে এলজিইডি সড়ক এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন পর্যন্ত।

ডিএনসিসি কর্মকর্তারা জানান, ৯ কিলোমিটার রাস্তার মধ্যে ২৮৫ মিটারের কাজ শেষ হয়েছে। মূল সড়কের দুই পাশে সাইকেল চালকদের জন্যে ছয় ফুট করে জায়গা রাখা হয়েছে।

মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘ঢাকায় সাইকেল চালকদের জন্যে বিশেষ কোনো রাস্তা নেই। সম্ভবত এটিই ঢাকার প্রথম সাইকেল লেন। সাইকেলপ্রেমীদের জন্যে এটি সুখবর।’

তিনি আরো বলেন, ‘আমরা বিভিন্ন জাতের গাছ লাগিয়েছি। আশা করছি, আগামী দুই বছরের মধ্যে গাছগুলো এই এলাকার সৌন্দর্য বাড়িয়ে দিবে।’

ডিএনসিসির অতিরিক্ত প্রধান প্রকৌশলী শরীফ উদ্দিন বলেন, ‘আন্তর্জাতিক মান বিবেচনায় রেখে সাইকেল লেনটি করা হয়েছে। আন্তর্জাতিক মান অনুযায়ী বাইসাইকেল লেন পাঁচ ফুটের হয়। কিন্তু, আমরা এখানে লেনটি ছয় ফুট রেখেছি।’

এর চেয়ে বেশি বড় রাখলে অন্যান্য গাড়ি সেই লেনে ঢুকে যেতে পারে বলেও মন্তব্য করেন শরীফ উদ্দিন। তিনি জানান, সাইকেল লেনটি আগামী মার্চে খুলে দেয়া হবে। এছাড়াও, মানিক মিয়া অ্যাভিনিউয়ে এক কিলোমিটারের মতো সাইকেল লেন করা হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।
-ডিকে

FacebookTwitter