রাজনীতিঃ
দেশজুড়ে বাংলাদেশী রাজনৈতিক নেতৃবৃন্দ ও রাজনীতি বিষয়ে আগ্রহীদের রাজনৈতিক জ্ঞান ও দক্ষতা অর্জনের পথ সুগম করতে আজ ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের বাস্তবায়নে, ইউএসএআইডি– এর স্ট্রেনদেনিং পলিটিক্যাল ল্যান্ডস্কেপ প্রকল্প, পলিটিক্স ম্যাটারস http://www.politicsmatters.com.bd নামে একটি ই-লার্নিং প্ল্যাটফর্ম উদ্বোধন করেছে।
‘‘পলিটিক্স ম্যাটারস’’ প্ল্যাটফর্মটি উদ্বোধন করতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাসান মাহমুদ এমপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, এবং জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী এমপি-এর সাথে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস যোগ দেন।
অনুষ্ঠানে তরুণ ও মধ্য-পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ পলিটিক্স ম্যাটারস ওয়েবসাইটটি সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে তাঁদের দলসমূহকে উপকৃত করতে তাঁদের অভিজ্ঞতা ও সুপারিশ তুলে ধরেন।
পলিটিক্স ম্যাটারস নিম্নোক্ত ৮টি কোর্স নিয়ে এসেছে: গণতন্ত্র ও নির্বাচন, দ্বন্দ্ব ব্যবস্থাপনা, রাজনৈতিক প্রচারণা, কমিউনিটি এডভোকেসি ও রাজনৈতিক দল, নারীর রাজনৈতিক ক্ষমতায়ন, রাজনৈতিক দলের কার্যকর চর্চা, রাজনৈতিক নেতৃত্বের উন্নয়ন, এবং প্রশিক্ষকের জন্য প্রশিক্ষণ।
শিক্ষণ প্রক্রিয়াকে সহায়তা করতে এই মডিউলগুলোর প্রতিটিতেই পাঠ্য উপকরণের সাথে অন্তর্ভুক্ত রয়েছে অ্যানিমেশন ফিল্ম, ইনফোগ্রাফিক্স, ও কুইজ।
এই অনলাইন প্লাটফর্মটিকে ব্যবহার করে রাজনৈতিক নেতারা নিজস্ব গতিতে তাঁদের রাজনৈতিক দক্ষতাকে বিকশিত করতে পারেন।
মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস তাঁর বক্তব্যে বলেন, ‘নির্বাচন কমিশন থেকে সরকার, গণমাধ্যম থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সুশীল সমাজ থেকে রাজনৈতিক দল, প্রত্যেকেরই একটি গুরুত্বপূর্ণ ভুমিকা রয়েছে। যদি তাঁদের মধ্যে কেউ দায়িত্ব পালনে ব্যর্থ হন, অথবা তাঁদের কেউ অন্যকে তাঁদের দায়িত্ব পালনে বাধা দেন, তবে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনেকটাই অসম্ভব হয়ে পরে।’
ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের এসপিএল প্রকল্পের চিফ অব পার্টি ডানা এল. ওল্ডস তাঁর প্রারম্ভিক বক্তব্যে বলেন, ‘তরুণ ও নারীদের রাজনীতিবিমুখতা মোকাবেলায় এবং রাজনীতি ও নির্বাচনে তাঁদের অংশগ্রহণ বাড়াতে রাজনৈতিক সংস্কৃতির উন্নয়ন ঘটাতে হবে।
এর জন্য রাজনৈতিক দলের সদস্যদের সুষ্ঠু প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে, তাদেরকে নাগরিকদের প্রতি দায়িত্ব পালনকে সর্বাধিক গুরুত্ব দিতে হবে, এবং সুস্থ রাজনীতির চর্চাকে অনুধাবন ও গ্রহণ করতে হবে।’
-শিশির