অনলাইনঃ
রাজধানীর টিকাটুলিতে রাজধানী সুপার মার্কেটে ভয়াবহ আগুন দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।
আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ডিরেক্টর অপারেশন লে. কর্নেল জিল্লুর রহমান বলেন, ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিট দেড় ঘণ্টার চেষ্টায় সন্ধ্যা পৌনে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে এনেছে। এখন ডাম্পিংয়ের কাজ চলছে।তবে ওই ঘটনায় কোনো হতাহত হয়নি।