আইন আদালতঃ
রাজধানীতে বিশেষ অভিযান পরিচালনা করে ভয়ংকর LSD মাদকসহ তিনজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা রমনা বিভাগ।
গ্রেফতারকৃতরা হলো- সাদমান সাকিব ওরফে রূপল (২৫), আসহাব ওয়াদুদ ওরফে তূর্য (২২) ও আদিব আশরাফ (২৩)। এ সময় তাদের হেফাজত হতে ২০০ ব্লট LSD (Lysergic acid diethylamide) মাদক উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের মূল্য ৬ লক্ষ টাকা।
ধবার (২৬ মে,২০২১) রাতে রাজধানীর ধানমন্ডি ও লালমাটিয়া এলাকা হতে তাদেরকে গ্রেফতার করা হয়।
বুধবার (২৬ মে, ২০২১) দুপুর ০২ টায় ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ বিষয়ে বিস্তারিত জানান অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) এ কে এম হাফিজ আক্তার বিপিএম (বার) ।
ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন, Lysergic acid diethylamide যাকে LSD ড্রাগ বলে। পাশ্চাত্য বিশ্বে একে hallucinogenic drug বলে। উক্ত মাদক ব্লট আকারে পাওয়া যায়। যা খুব ছোট একটি কাগজের টুকরো সাদৃশ মাদক মিশ্রিত বস্তু। উক্ত মাদকের ব্লট জিহবার নিচে বা উপরে দিয়ে নেশা করা হয়। গোয়েন্দা রমনা বিভাগ ধানমন্ডি ও লালমাটিয়া এলাকায় অভিযান করে LSD মাদকসহ ৩ জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত আছেন।
তিনি বলেন, গ্রেফতারকৃত সাদমান নেদারল্যান্ড হতে মেইল ও চিঠির মাধ্যমে ডাক টিকিটের মত দেখতে এই মাদকটি ৮০০/১০০০ টাকায় একটি ব্লট ক্রয় করেন। এক নেদারল্যান্ড নাগরিকের নিকট হতে টেলিগ্রাম অ্যাপস্ এর মাধ্যমে যোগাযোগ করে Paypal mail এ টাকা পাঠায় এবং কুরিয়ার সার্ভিস পার্সেলের মাধ্যমে এ মাদক গ্রহণ করেন।
ডিবির এ কর্মকর্তা বলেন, তদের একটি ফেইসবুক আইডি রয়েছে। যার নাম আপনার আব্বা এবং একটি গ্রুপ আছে যার নাম বাটার, ব্রাউনি এন্ড বিয়ন্ড। এই গ্রুপে ১০০০ সদস্য রয়েছে। গ্রেফতারকৃত সাদমান, আসহাব ওয়াদুদ ও আদিব আশরাফ এই তিনজন একত্রে এই Facebook ID ও গ্রুপের মাধ্যমে উক্ত মাদকটি বিক্রি করতেন। এটি নতুন ও দামী মাদক হওযায় গ্রেফতারকৃতরা ৩ হাজার থেকে ৫ হাজার টাকায় ক্রেতাদের নিকট বিক্রয় করতো।
তিনি আরো বলেন, পৃথিবীর উন্নত দেশে এটি নিষিদ্ধ ড্রাগ, এমন কি এটির ক্রয়-বিক্রয় বাংলাদেশের প্রচলিত মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে। এই LSD মাদকসহ অন্যান্য মাদক ক্রয়-বিক্রয়ের সাথে জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় এনে আদালতে সোপর্দ করা হবে মর্মে তিনি জানান।
নতুন ভয়ংকর এই ড্রাগের যাতে বিস্তার লাভ করতে না পারে সে লক্ষ্যে ছাত্র, শিক্ষক, অভিভাবকসহ সর্ব সাধারণের এ ড্রাগের বিষয়ে সচেতন হওয়ার আহবান জানান পুলিশের এ কর্মকর্তা।
এ ঘটনায় জড়িত অন্যান্য অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।
প্রসঙ্গত, সাম্প্রতিক ঢাকা বিশ^বিদ্যালয়ের একজন ছাত্রের আতœহত্যার বিষয়টি ঢাকা মেট্রোপলিটন পুলিশের দৃষ্টিগোচর হওয়ার সাথে সাথে গোয়েন্দা রমনা বিভাগ এর ছায়া তদন্ত শুরু করে। এ তদন্তকালে ভিকটিমের কয়েকজন বন্ধুদের জিজ্ঞাসাবাদ ও গোয়েন্দা তথ্যের আলোকে নতুন ও ভয়ংকর ধরণের LSD মাদকের তথ্য পাওয়া যায়।
উল্লেখ্য যে, Lysergic acid diethylamide এটি colloquially as acid এটি একটি hallucinogenic drug, যা চিন্তা পরিবর্তন করে, অনুভূতি এবং পারিপার্শ্বিক চেতনাকে পরিবর্তন করে। সেবনকারীর দৃষ্টি ও শ্রুতির মধ্যে hallucination তৈরী হয়।
এটি সেবন করলে চোখের মনি বিকৃতি ঘটে, Blood Pressure ও শরীরে temperature বৃদ্ধি পায়। এর অন্য নাম LSD-25 (delysid)। এর ছদ্মনাম Methylenedioxymethamphetamine (MDMA), N-Dimethyltryptamine, Psilocybin মুশ্রুমস|
সূত্র-ডিএমপি