অর্থনীতিঃ

রংপুরে সোনালী ব্যাংকের একটি শাখা লকডাউন করা হয়েছে। ওই শাখার সাতজন কর্মকর্তা-কর্মচারী অসুস্থ হয়ে পড়লে শাখাটি লকডাউন করা হয়।

২২ এপ্রিল, বুধবার সোনালী ব্যাংক রংপুর প্রধান শাখার ডিজিএম আব্দুল বারেক চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, সোনালী ব্যাংক রংপুর বাজার শাখার ১১ কর্মকর্তা-কর্মচারীর মধ্যে সাতজন অসুস্থ হয়ে পড়লে বুধবার সকাল থেকে ওই শাখার কার্যক্রম বন্ধ করে দেয়া হয়।

তিনি আরো জানান, মিঠু হোটেলের পার্শ্বস্থ বাজার শাাখার সাতজন কর্মকর্তা জ্বর, সর্দি ও কাশিসহ বিভিন্ন উপসর্গে ভুগছিলেন। অসুস্থদের মধ্যে গতকাল চারজনের ও বুধবার তিনজনের নমুনা সংগ্রহ করে নিয়ে গেছে স্বাস্থ্য বিভাগের লোকজন। তবে এগুলোর ফলাফল এখনো জানা যায়নি।

সার্বিক পরিস্থিতি বিবেচনা করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে বুধবার, ২২ এপ্রিল সকাল থেকে ব্যাংকের যাবতীয় কার্যক্রম বন্ধ করে দেয়া হয় বলে জানান সোনালী ব্যাংকের ডিজিএম।

-ডিকে

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily