অনলাইনঃ
তরুণদের যৌন ও প্রজনন স্বাস্থ্য এবং অধিকার নিশ্চিত করার লক্ষ্যে যুবদের আরো উদ্যমী করে তুলতে যুববান্ধব সেবা বিষয়ে তরুণ সাংবাদিক ও তরুণ চিত্রগ্রাহক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে তিনজন প্রতিবেদক ও তিনজন তরুণ চিত্রগ্রাহককে সম্মাননা প্রদান করা হয়।
রাজধানীর জাতীয় প্রেসক্লাবে মঙ্গলবার সিরাক বাংলাদেশ ও রাইট হেয়ার রাইট নাও বাংলাদেশ আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সিরাক বাংলাদেশ এর নির্বাহী পরিচালক এস এম সৈকত এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য প্রতিমন্ত্রী ডাঃ মুরাদ হাসান এমপি, এবং অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ এফপি২০২০ সিএসও ফোকাল পয়েন্ট ডাঃ আবু জামিল ফয়সাল, জাতীয় প্রেসক্লাবের সাধারন সম্পাদক ফরিদা ইয়াসমিন ও ভয়েস অব আমেরিকার চিফ ভিডিও রিপোর্টার নাসরিন হুদা বীথি।
তরুণ সাংবাদিক ও চিত্রগ্রাহকদের উদ্যমী করে তুলতে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।
চলতি বছরের জুলাই থেকে নভেম্বর পর্যন্ত সময়কালে সারাদেশ থেকে তরুণদের স্বাস্থ্য নিয়ে প্রকাশিত সংবাদের মধ্যে থেকে তিনজন তরুণ সাংবাদিক এবং উদ্ভাবনি ও শিক্ষণমুলক ভিডিও এর মধ্যে থেকে তিনজন তরুণ চিত্রগ্রাহককে বিজয়ী ঘোষণা করা হয়।
পুরস্কার প্রাপ্ত সাংবাদিকরা হলেন মোঃ শরফুল আলম (এটিএন বাংলা), সাজিদা ইসলাম পারুল (দৈনিক সমকাল), জহির রায়হান (দৈনিক ঢাকা টাইম্স) এবং বিজয়ী তরুণ চিত্রগ্রাহক হলেন মোঃ বিপ্লব হোসেন (ঢাকা), মোঃ তাহমিদ হোসেন (রাজশাহী), মোঃ জাওয়াদ হোসেন (চট্টগ্রাম)।
প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার ও সার্টিফিকেট তুলে দেন তথ্য প্রতিমন্ত্রী ডাঃ মুরাদ হাসান এমপি।
এসময় প্রতিমন্ত্রী বলেন, জনগনের স্বাস্থ্যসেবা নিশিচতের লক্ষ্যে দেশের অর্ধেকের ও অধিক জেলায় মেডিকেল কলেজ স্থাপনসহ প্রত্যেক জেলা উপজেলায় যুব ও কৈশোর বান্ধব স্বাস্থ্য কেন্দ্র প্রতিষ্ঠা করছে বর্তমান সরকার। তিনি আরো বলেন, স্বাস্থ্য শিক্ষা বুর সহ তথ্য মন্ত্রনালয়ের অধিন প্রচার মাধ্যমগুলোতে জন সচেতনতায় প্রয়োজনীয় সকল ধরনের ব্যবস্থা গ্রহন করা হয়েছে।
সিরাক-বাংলাদেশের নির্বাহী পরিচালক এস এম সৈকত বলেন, তরুণদেরকে উৎসাহী করার জন্য আরও বেশি পরিমাণ সমন্বিত উদ্যোগ প্রয়োজন। সরকারের পাশাপাশি বেসরকারি উন্নয়ন সংস্থাগুলিকে যুব বান্ধব স্বাস্থ্যসেবা নিয়ে উদ্যোগী হতে হবে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নারীপক্ষের সামিয়া আফরিন, রাইট হেয়ার রাইট নাও পিএমইএল কো-অরডিনেটর মোঃ আবুল বরকত, বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতির সিরাজুল ইসলাম সংগ্রাম, বন্ধু সোশ্যাল ওয়েল ফেয়ার সোসাইটির ফোকাল পারসন ফরিদ আহমেদ।
-শিশির