অর্থনীতিঃ
দেশে ডলার আসার তুলানায় বেশি চলে যাওয়ায় খোলাবাজারে প্রতি ডলারের দাম ১২০ টাকায় উঠেছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
বৃহস্পতিবার (১১ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম সাংবাদকিদের এ তথ্য জানান।
তিনি বলেন, দেশে যে পরিমাণ ডলার আসছে, তারচেয়ে বেশি দেশের বাইরে চলে যাচ্ছে। বিশেষ করে চিকিৎসা, শিক্ষা বা ভ্রমণসহ বিভিন্ন ক্ষেত্রে ডলারের আউটফ্লো (বহির্গমন) বেড়ে গেছে। এ কারণেই খোলাবাজারে ডলারের দাম বেড়েছে। এ অবস্থায় বিদেশে যাওয়ার সময় ক্যাশ ডলার বহনে নিরুৎসাহিত করছে বাংলাদশে ব্যাংক।
সিরাজুল ইসলাম বলেন, আমদানি বেড়ে যাওয়ায় ডলারের সংকট দেখা দিয়েছে। রিজার্ভও কমেছে। রপ্তানির তুলনায় আমদানি বেশি। তাই রপ্তানি বাড়ানো ছাড়া বিকল্প নেই।
তিনি বলেন, বাজার স্বাভাবিক রাখতে নিয়মিত রিজার্ভ থেকে ডলার সরবরাহ করছে বাংলাদেশ ব্যাংক। এটা অব্যাহত থাকবে। তবে রেমিট্যান্স বাড়ানোর দিকেও নজর দিতে হবে।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র বলেন, ডলারের কারসাজি ধরতে সংশ্লিষ্ট জায়গায়গুলোতে অভিযান চলছে। ইতোমধ্যে বেশ কয়েকটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনিয়ম পাওয়ায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
-আরপি