সালেক খান রিপনঃ
যে কথা মুখে আছে অন্তরে নেই, যদিওবা অন্তরে থাকে তো জীবনে নেই, তারই নাম তো বুলি?
আজ অমর ” একুশে ফেব্রুয়ারি এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে” সামাজিক যোগাযোগ মাধ্যম “ফেসবুক ” দৈনিক পত্রিকা এবং টিভি চ্যানেলগুলোতে বিশেষজ্ঞ মতামত এবং আবেগঘন কথামালা দেখলাম এবং শুনলাম। “এ যেন শুধু বুলি” না হয়।
বাংলার মাটি,বাংলার বাতাস,বাংলার ভাটিয়ালি, বাংলার ভাওয়াইয়া, বাংলার রবীন্দ্র সংগীত,বাংলার নজরুল সংগীত — এই সংস্কৃতির পরিমন্ডলে বসবাস করে চল এগিয়ে যাই বিজ্ঞানের অগ্রযাত্রায়।
তলাবিহীন এই বাংলাদেশকে আজ যাঁরা উন্নয়নশীল রাষ্ট্রের স্তরে নিয়ে গেছেন,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে সকলের ঊর্ধ্বে রেখেই বলছি,যাঁর নেতৃত্বে বাংলাদেশ আজ এগিয়ে চলছে-তিনি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা – তাঁর জীবনী, যেসকল সাংস্কৃতিক ব্যক্তিত্ব আজ বাংলার সংস্কৃতিকে বিশ্ব দরবারে উচ্চাসনে বসিয়েছেন-তাঁদের জীবনী,যেসকল কৃষিবিদের অক্লান্ত প্রচেষ্টায় বাংলাদেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ -তাঁদের জীবনী,যেসকল চিকিৎসা বিজ্ঞানীর অক্লান্ত পরিশ্রমে চিকিৎসা ব্যবস্থা উন্নততর হচ্ছে- তাঁদের জীবনী, যেসকল শিক্ষকের অনুপ্রেরণায় শিক্ষার গুনগত মান বৃদ্ধি পাচ্ছে-তাঁদের জীবনী,এমন অসংখ্য মানুষ যাঁরা নির্লোভ ভাবে তাঁদের মেধা মনন নিয়ে দেশের অগ্রযাত্রায় শামিল হয়েছেন তাঁদের জীবনী,কর্মকাণ্ড বর্তমান প্রজন্মকে জানানোর জন্য তা পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা হোক,আসুন সকলে মানসিকতায় বাঙালি হই–অমর একুশে ফেব্রুয়ারিতে আজ আমার নিবেদন।
-এসএম