করোনা সংবাদঃ
প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল। বর্তমানে তিনি রাজধানীর এভারকেয়ার ( সাবেক এপোলো) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার স্ত্রী ও জাতীয় পার্টির নির্বাচিত সংসদ সদস্য সালমা ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

এ বিষয়ে সালমা ইসলাম জানান, এর আগে দুইবার তার করোনা টেস্ট করা হয়েছিল। কিন্তু তখন নেগেটিভ এসেছিল। গত পরশু তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল, সেখানে তিনি বমি করেছেন। পরে ক‌রোনা পরীক্ষার জন্য নমুনা নেয়া হয়। ১৭ জুন, বুধবার রিপোর্টে করোনা পজেটিভ এসেছে। এখন তিনি হাসপাতালে আছেন। তার কিডনিতে ইনফেকশন হয়েছে বলেও জানিয়েছেন চিকিৎসকরা।

এছাড়াও স্বামী নুরুল ইসলাম বাবুলের জন্য সবার কাছে দোয়াও চান সালমা ইসলাম।

প্রসঙ্গত, দেশের বৃহৎ শিল্প গ্রুপগুলোর একটি হলো যমুনা গ্রুপ। বস্ত্র, রাসায়নিক, চামড়া, মোটর সাইকেল, ইলেকট্রনিক্স, বেভারেজ, টয়লেট্রিজ উৎপাদন ও বাজারজাত করে এই গ্রুপটি।

এছাড়া যুগান্তর ও যমুনা টেলিভিশনের মালিকানাও রয়েছে এই গ্রুপটির হাতে।

-কেএম

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily