ব্র্যান্ডঃ
দেশের অন্যতম সেরা এফএমসিজি ম্যারিকো বাংলাদেশ লিমিটেড, ‘মেডিকার সেফলাইফ ভেজি ওয়াশ’ নিয়ে আসার মাধ্যমে ফল ও শাকসবজি হাইজিন ক্যাটাগরির পণ্যের জগতে প্রবেশ করেছে।

চলমান বৈশ্বিক মহামারি কোভিড-১৯ এর বিরুদ্ধে লড়াই করার ক্ষেত্রে বর্তমানে মানুষের জীবনে সর্বোচ্চ অগ্রাধিকার পাচ্ছে স্বাস্থ্যবিধি। এই অত্যাবশ্যক প্রয়োজনটি বিবেচনা করে ফল ও শাকসবজি জীবাণুমুক্ত করার জন্য ম্যারিকো প্রাকৃতিক ও শতভাগ নিরাপদ উপাদান সমৃদ্ধ পণ্য নিয়ে এসেছে।

মেডিকার সেফলাইফ ভেজি ওয়াশ খাদ্যের গুণাগুণ অক্ষুণè রেখে ফল ও শাকসবজির গায়ে লেগে থাকা সমস্ত জীবাণু, ব্যাকটেরিয়া, রাসায়নিক, মোম এবং মাটির বিরুদ্ধে সমানভাবে কার্যকর। এছাড়া এটি ১০০% হালাল উপাদান দিয়ে তৈরি।

বর্তমান পরিস্থিতিতে ব্যক্তিগত ও ঘরোয়া স্বাস্থ্যবিধি মেনে চলা ব্যতীত অন্য কোন বিকল্প নেই। কিন্তু বাজার থেকে কিনে আনা শাকসবজি ও ফলমূল জীবাণুমুক্ত করার কোন সঠিক উপায় খুঁজে পাচ্ছেন না গ্রাহকরা। এমন সমস্যা দূরীকরণে সহায়ক হবে ম্যারিকোর এই উদ্ভাবনী সমাধানটি। মেডিকার সেফলাইফ ভেজি ওয়াশ-এ কোন ক্ষতিকর প্রিজারভেটিভ নেই। এই ক্যাটাগরিতে এটি সাবান, ক্লোরিন এবং অ্যালকোহল মুক্ত একটি পরিচ্ছন্নতা সমাধান।

মেডিকার সেফলাইফ ভেজি ওয়াশ দেশের সুপার শপ, নিকটস্থ দোকান এবং শীর্ষস্থানীয় ই-কমার্স প্ল্যাটফর্মসমূহে পাওয়া যাবে। ২৫০ মিলিগ্রাম মেডিকার সেফলাইফ ভেজি ওয়াশ বোতলের মূল্য নির্ধারণ করা হয়েছে ১৫০ টাকা। এর ব্যবহারে ৫ সদস্যের পরিবারের ফল ও শাকসবজি ধোয়ার জন্য প্রতিবার খরচ হবে মাত্র ৬ টাকা।

মেডিকার সেফলাইফ ভেজি ওয়াশ নিয়ে আসা প্রসঙ্গে ম্যারিকো বাংলাদেশ-এর ম্যানেজিং ডিরেক্টর আশীষ গোপাল বলেন, “বর্তমান ভোক্তা শ্রেণি সুস্বাস্থ্য রক্ষার বিষয়ে অত্যন্ত সতর্ক এবং স্বাস্থ্যকর সুষম ডায়েট মেনে চলা ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য শাকসবজি ও ফলমূলের প্রয়োজনীয়তা বিষয়েও খুবই সচেতন। বিশেষ করে বর্তমান পরিস্থিতিতে শাকসবজি ও ফলমূল জীবাণুমুক্ত করার বিষয়টি খুব বেশি গুরুত্ব পাচ্ছে। নিরাপদে ফল ও শাকসবজি জীবাণুমুক্ত করার জন্যই মেডিকার সেফলাইফ ভেজি ওয়াশ তৈরি করা হয়েছে। একটি দায়িত্বশীল করপোরেট প্রতিষ্ঠান হিসেবে আমরা বিশ্বাস করি, আমাদের ভোক্তাদের নিরাপদ খাদ্য গ্রহণে সহায়তা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব।”

ভোক্তা শ্রেণীর সুস্বাস্থ্যের কথা বিবেচনা করে এর আগে ম্যারিকো বাংলাদেশের বাজারে মেডিকার সেফলাইফ হ্যান্ড ওয়াশ ও হ্যান্ড স্যানিটাইজার নিয়ে আসে।

মেডিকার সেফলাইফ প্রোডাক্ট লাইন সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন:
যঃঃঢ়ং://িি.িভধপবনড়ড়শ.পড়স/গবফরশবৎঝধভবখরভব

ম্যারিকো বাংলাদেশ সম্পর্কে
১৯৯৯ সালে যাত্রা শুরু করা ম্যারিকো বাংলাদেশ লিমিটেড, বাংলাদেশের সেরা ৩ এফএমসিজি বহুজাতিক কোম্পানির একটি এবং সৌন্দর্য ও সুস্বাস্থ্য খাতের পণ্য সমাহার সমৃদ্ধ বিশ্বস্ত একটি ব্র্যান্ড। কোম্পানিটি হেয়ার ও স্কিন কেয়ার, বেবি কেয়ার, এডিবল অয়েল এবং মেল গ্রুমিং ক্যাটাগরির ২৬টি ব্র্যান্ড নিয়ে সারা বাংলাদেশে একটি শক্তিশালী নেটওয়ার্ক ব্যবহার করে বাংলাদেশের ঘরে ঘরে পৌঁছে গিয়েছে। ইতোমধ্যে এর ফ্ল্যাগশিপ ব্র্যান্ড প্যারাসুট এডভান্সড ক্রমবর্ধমান একটি শক্তিশালী ভোক্তাশ্রেণীকে সাথে নিয়ে শীর্ষ ১০ বিশ্বস্ত ব্র্যান্ড এর মধ্যে স্থান করে নিয়েছে এবং বিগত দশকের সবচেয়ে কনসিস্টেন্ট ব্র্যান্ড হিসেবে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম কর্তৃক পুরষ্কৃত হয়েছে। সম্প্রতি কিছু নতুন ব্র্যান্ড এবং পণ্য মার্কেটে নিয়ে আসার পরে ম্যারিকো তাদের পণ্যে বৈচিত্র্য নিয়ে এসেছে; এর মধ্যে রয়েছে জাস্ট ফর বেবি রেঞ্জ, প্যারাসুট স্কিন পিওর রেঞ্জ এবং পুরুষদের জন্য শ্যাম্পু, ফেসওয়াশ, জেল ও ডিও সমৃদ্ধ স্টুডিও এক্স ইত্যাদি। মেইড ইন বাংলাদেশ-এর গর্বিত অ্যাম্বাসেডর হিসেবে, ম্যারিকোর ৯৯% ভাগ পণ্যই বাংলাদেশে উৎপাদিত হয় এবং এসব পণ্য ইন্ডিয়া ও নেপালে রপ্তানী করা হয়। ম্যারিকো বাংলাদেশ লিমিটেড ঢাকা এবং চট্টগ্রাম স্টক এক্সেঞ্জের তালিকাভুক্ত একটি কোম্পানি।

প্রতিষ্ঠানটি মুনাফার ১% করপোরেট সামাজিক দায়বদ্ধতা উদ্যোগে ব্যয় করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং দেশের শিক্ষা, নারী ক্ষমতায়ন, দারিদ্র্য বিমোচন এবং অক্ষমতা দূরীকরণের লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

-শিশির

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily