স্পোটর্সঃ
কিংবদন্তি ফুটবলার ডিয়েগো ম্যারাডোনা মারা গেছেন। মঙ্গলবার ৬০ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আর্জেন্টিনার ১৯৮৬ বিশ্বকাপজয়ী অধিনায়ক।
নিজের ৬০তম জন্মদিনের অনুষ্ঠানের পরপরই মারাত্মক অসুস্থ হয়ে পড়েছিলেন ফুটবল কিংবদন্তী ডিয়াগো ম্যারাডোনা। যার ফলে গত সোমবার (২ অক্টোবর) ভর্তি হয়েছিলেন আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ার্সের একটি হাসপাতালে। পরে বুধবার স্থানীয় সময় সকালে জরুরি ভিত্তিতে তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়।
এ বিষয়ে তার ব্যক্তিগত চিকিৎসক জানিয়েছেন, ১৯৮৬ বিশ্বজয়ী আর্জেন্টিনা দলের অধিনায়কের এবং সেই অস্ত্রোপচার সফল হয়েছে। ম্যারাডোনার মস্তিষ্কে জমাট বেঁধে থাকা রক্ত সফলভাবেই বের করে আনা সম্ভব হয়েছে।
উল্লেখ্য, কয়েক সপ্তাহ আগে শৌচাগারে পড়ে গিয়ে মাথায় চোট পেয়েছিলেন কিংবদন্তি। যে কারণে তার মস্তিষ্কে রক্ত জমাট বেঁধেছিল। জন্মদিনের পার্টি পরবর্তী সময়ে রক্তাল্পতা, ডিহাইড্রেশনসহ নানা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হতে হয় তাকে।
-শিশির