অনলাইন ডেস্কঃ

ঢাকার মোহাম্মদপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোণে ঘুমন্ত দম্পতি দগ্ধ হয়েছেন। দম্পতির নাম সাইফুল ইসলাম (২৫) ও সাজেনা আখতার (১৮)।

মঙ্গলবার সকাল সাড়ে ছয়টার দিকে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির দায়িত্বরত উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া।

সাইফুলের ভাই একলাস হোসেন জানান, মোহাম্মদপুরের নবীনগর হাউজিং ১৩ নম্বর রোডের একটি টিনশেড ঘরে থাকেন সাইফুলরা। বাসায় গ্যাস সিলিন্ডার লিকেজ হয়ে ছিল। সকালে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুন লাগে। পড়ে সবাই শব্দ ও ধোঁয়া দেখে দৌড়ে আসেন। দরজা ভেঙে ভেতর থেকে দুজনকে উদ্ধার করা হয়।

-আরবি

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily