স্পোর্টসঃ
আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ।

১৫ সদস্যের দলে জায়গা হয়নি বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমানের। তবে কপাল খুলেছে ডানহাতি পেসার তাসকিন আহমেদের। ফিট না থাকায় বিশ্বকাপ দল থেকে বাদ পড়া তাসকিন রয়েছেন এই স্কোয়াডে।

সর্বশেষ নিউজিল্যান্ড সফরে থাকা আরেক পেসার খালিদ আহমেদও বাদ পড়েছেন। স্পিন শক্তি বাড়াতে অফস্পিনিং অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকতকে নেয়া হয়েছে।

আগামী ৫ই সেপ্টেম্বর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে শুরু হবে একমাত্র টেস্টটি।

বাংলাদেশ টেস্ট দল: সাকিব আল হাসান, মুশফিকুর রহীম, মুমিনুল হক, মোহাম্মদ মিঠুন, লিটন কুমার দাস, মাহমুদউল্লাহ, সাদমান ইসলাম, আবু জায়েদ চৌধুরী, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, ইবাদত হোসেন, মোসাদ্দেক হোসেন ও সৌম্য সরকার।

-কেএম

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily