অনলাইন ডেস্কঃ

কালকিনি পৌর মেয়র এনায়েত হোসেন হাওলাদারকে নিজ ঘরে ঘুমন্ত অবস্থায় কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।

শনিবার রাত ২টার দিকে এ ঘটনা ঘটে। পরে আহত মেয়র এনায়েত হোসেনকে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

আহত মেয়র ও তার পরিবারের সদস্যরা জানান, রাতে মেয়র এনায়েত হোসেন ঘুমিয়ে ছিলেন। একটি মাইক্রোবাস ও ২টি মোটরসাইকেল যোগে ১০ থেকে ১২ জন মুখোশপড়া দুর্বৃত্ত পেছনের ফটক ভেঙে বাড়িতে প্রবেশ করে। এসময় তারা মেয়রের ঘুমানোর ঘরের জানালা ভেঙে ঘুমন্ত মেয়রকে রামদা দিয়ে মাথায় আঘাত করে। এতে মেয়র তাৎক্ষণিক তার বিছানায় থাকা শটগান দিয়ে গুলি করেন। কিন্তু দুর্বৃত্তরা কয়েকটি বোমার বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালিয়ে যায়। পরে পরিবারের অন্য সদস্যরা এগিয়ে এসে তাকে উদ্ধার করে কালকিনি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান উপজেলা চেয়ারম্যান তৌফিকুজ্জামান শাহীন, মাদারীপুর জেলা অতিরিক্ত পুলিশ সুপার সুমন দেবসহ বিভিন্ন অঙ্গনের নেতারা।

আহত মেয়র দাবি করেছেন, পূর্ব পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে এই ঘটনা ঘটিয়েছে।

মেয়র আরো বলেন, আমার ধারণা আমার ছোড়া গুলি দুর্বৃত্তদের গায়েও লেগেছে। আমাকে মেরে ফেলতেই এ হামলা চালানো হয়েছে।

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা জানান, মধ্যরাতে মেয়রের ওপর হামলার ঘটনা ঘটে। তিনি মাথায় আঘাত পেয়েছেন। কয়েকটি সেলাই লেগেছে। হামলাকারীদের ধরতে অভিযান চলছে।

-ডিকে

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily