স্পোটর্সঃ কোপা আমেরিকা চলাকালীন লতিন আমেরিকান ফুটবল কনফেডারেশনের (কনমেবল) কড়া সমালোচনা করে বড় শাস্তির মুখে পড়েছেন লিওনেল মেসি।
সংস্থাটিকে দুর্নীতিবাজ বলে প্রকাশ্য সমালোচনা করায় জাতীয় দলে তিন মাসের নিষেধাজ্ঞার সঙ্গে ৫০ হাজার ডলার জরিমানা করা হয়েছে আর্জেন্টিনা অধিনায়ককে।
শৃঙ্খলাভঙ্গের অভিযোগে লাতিন ফুটবলের অভিভাবক সংস্থাটির দেয়া এই শাস্তির সময়টাতে কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলতে পারবেন না মেসি। শাস্তির বিরুদ্ধে আগামী ৭ দিনের মধ্যে আত্মপক্ষসমর্থন করে আপিল করতে পারবেন এলএম টেন।
-কেএম