সিটি করপোরেশনঃ
মুজিব বর্ষে আসন্ন বিশ্ব নারী দিবসে সম্মাননা ক্রেস্টের সেরা ডিজাইন খুঁজে বের করতে লাখ টাকার প্রতিযোগিতার আয়োজন করেছে গাজীপুর সিটি কর্পোরেশন।

প্রতিযোগিতায় অংশগ্রহনের জন্য, আগ্রহী ও সৃজনশীল শিল্পীদের ফেইসবুকের নির্ধারিত পাতায় (http://facebook.com/gcc/crestcontest) গিয়ে নিবন্ধন করতে হবে বলে শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিজয়ী নকশাকারী পাবেন এক লক্ষ টাকা নগদ পুরস্কার।
জাতির জনকের জন্মশতবর্ষ উপলক্ষে আগামী ৮ মার্চ বিশ্ব নারী দিবসে ১০০ জন কীর্তিমান নারীদের সম্মানা জানাবে মহানগর কর্তপক্ষ।

প্রতিযোগিতা প্রসঙ্গে, গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র মোঃ জাহাঙ্গীর আলম বলেন, দেশের নারীদের অধিকার প্রতিষ্ঠায় স্বাধীন বাংলাদেশ স্থাপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অসামান্য ভূমিকা পালন করেছেন। তার জন্মশত বর্ষে তার অবদানের প্রতি সম্মান জানাতেই এই আয়োজন।

মৌলিক নকশা পিএনজি ফরমেটে জমা দিতে হবে। পাশাপাশি, ক্রেস্টের নকশার যৌকক্তিকতা ১০০ শব্দের মধ্যে ব্যখ্যা করতে হবে।

প্রতিযোগিতায় জমা দেয়া প্রতিটি কাজে ‘কপিরাইট আইনের বিধান অনুসরন করা হবে। নকশা জমা দেয়া যাবে ১০ ফেব্রুয়ারী পর্যন্ত।

-শিশির

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily