অনলাইনঃ
প্রাণঘাতী করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। তার স্ত্রী লায়লা আরজুমান্দ বানুও এই ভাইরাস আক্রান্ত।
নমুনা পরীক্ষার করার পর তাদের শরীরে করোনা শনাক্ত করা হয়। ১২ জুন, শুক্রবার সেই পরীক্ষার রিপোর্ট দেয়া হয়।
এছাড়াও মন্ত্রীর একান্ত সচিব (পিএস) হাবিবুর রহমানও করোনা আক্রান্ত হয়েছেন। মুক্তিযু্দ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, মন্ত্রী, মন্ত্রীর স্ত্রী এবং একান্ত সচিব চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বাসায় চিকিৎসা নিচ্ছেন। মন্ত্রী নিজের এবং আক্রান্তদের দ্রুত আরোগ্য লাভের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এর আগে করোনা উপসর্গ দেখা দিয়ে গতকাল বৃহস্পতিবার তাদের নমুনা সংগ্রহ করে টেস্ট করা হয়।
প্রসঙ্গত, দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ৪৬ জন মারা গেছেন। এ পর্যন্ত মারা গেলেন ১০৯৫ জন। নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছে ৩৪৭১ জন। এ নিয়ে এখন পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৮১ হাজার ৫২৩ জন। এ পর্যন্ত মোট সুস্থ্য হয়েছেন ১৭২৪৯ জন।
শুক্রবার দুপুর আড়াইটার দিকে করোনা পরিস্থিতি নিয়ে অনলাইনে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।