মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সিরাজুল আলম খান ‘দাদা ভাই’ আর নেই

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সিরাজুল আলম খান ‘দাদা ভাই’ আর নেই
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সিরাজুল আলম খান ‘দাদা ভাই’ আর নেই

ডেস্ক রিপোর্টঃ
বর্ষীয়ান রাজনীতিবিদ সিরাজুল আলম খান (দাদা ভাই) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আজ শুক্রবার (৯ জুন) দুপুরের দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তিনি মারা যান।

সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন সিরাজুল আলম খানের ব্যক্তিগত সহকারী মো. রাসেল। তিনি বলেন, ‘দুপুর সোয়া ২টার দিকে ঢামেক হাসপাতালের লাইফ সাপোর্টে মারা যান সিরাজুল আলম খান।’

ডেস্ক রিপোর্টঃ
বর্ষীয়ান রাজনীতিবিদ সিরাজুল আলম খান (দাদা ভাই) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আজ শুক্রবার (৯ জুন) দুপুরের দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তিনি মারা যান। তার মরদেহ শমরিতা হাসপাতালে রাখা হয়েছে। আগামীকাল শনিবার সিরাজুল আলমের মরদেহ নোয়াখালীর বেগমগঞ্জে নেওয়া হবে বলেও জানান তিনি।

সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন সিরাজুল আলম খানের ব্যক্তিগত সহকারী মো. রাসেল। তিনি বলেন, ‘দুপুর সোয়া ২টার দিকে ঢামেক হাসপাতালের লাইফ সাপোর্টে মারা যান সিরাজুল আলম খান।’

এদিকে, ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বলেন, হাসপাতাল থেকে এখনও ঘোষণা দেওয়া হয়নি। তবে তিনি মারা গেছেন, বিষয়টি নিশ্চিত।’

তিনি তাঁর মৃত্যু নিয়ে যা বলে গেছেন, “আমার মৃত্যুর পর কোনো শোকসভা হবে না। শহীদ মিনারে ডিসপ্লে হবে না লাশ। যত দ্রুত সম্ভব নোয়াখালীর বেগমগঞ্জে আমার গ্রামের বাড়িতে পাঠাতে হবে মরদেহ, যা ঢাকা থাকবে একটা কাঠের কফিনে। মায়ের একটা শাড়ি রেখে দিয়েছি। কফিনটা শাড়িতে মুড়ে মাটিতে পুঁতে ফেলতে হবে, মায়ের কবরে।’

-জেএফ

FacebookTwitter