আন্তর্জাতিকঃ
মিয়ানমারের বেশিরভাগ অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে। শুক্রবার (৫ মার্চ) এ খবর জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। খবরে বলা হয়েছে, বিক্ষোভ দমন করতেই সামরিক সরকার এ কাজ করেছে।
অন্যদিকে মিয়ানমারের সবচেয়ে বড় শহর ইয়াঙ্গুনের সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, ব্যবস্থাপনায় বিপর্যয় ঘটার ফলেই বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। কবে বা কখন সরবরাহ ব্যবস্থা ঠিক হবে তা বলা যাচ্ছে না।
সামরিক অভ্যুত্থানের বিরুদ্ধে কয়েক সপ্তাহের বিক্ষোভের পরে এই বিদ্যুৎ কেটে ফেলার ঘটনা ঘটল। অভ্যুত্থানবিরোধী বিক্ষোভ দমন করতে সামরিক জান্তা সরকার মিয়ানমারে সামাজিক যোগাযোগমাধ্যমের প্লাটফর্মগুলো বন্ধ করে দিয়েছে।
এছাড়া রাতের বেলা ইন্টারনেট সংযোগও বন্ধ রাখা হচ্ছে। তবে লোকজন ভিপিএন ডাউনলোড করে বিকল্প উপায়ে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করছেন।
গত ১ ফেব্রুয়ারি সামরিক অভ্যুত্থানের পরপরই মিয়ানমারের সরকারি কর্মকর্তা-কর্মচারী, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, শ্রমিক, শিক্ষক, শিক্ষার্থীসহ সর্বস্তরের পেশাজীবীরা কাজে ইস্তফা দিয়ে রাজপথে বিক্ষোভ শুরু করেন।
আরও পড়ুন:
শান্তিপূর্ণ এই বিক্ষোভ অত্যন্ত সহিংসভাবে দমনের চেষ্টা চালাচ্ছে সামরিক সরকার। এ পর্যন্ত নিরাপত্তা বাহিনীর গুলিতে ৫০ জনেরও বেশি বিক্ষোভকারী নিহত হয়েছেন।
-কেএম