অনলাইনঃ
ঢাকার পশ্চিমের বেশ কয়েকটি এলাকায় গ্যাস সংযোগ বন্ধ রাখা হয়েছে। সরবরাহ লাইনে আগুন ধরে যাওয়ায় গ্যাস সংযোগ বন্ধ রাখা হয়েছে বলে জানা গেছে।

এ কারণে আজ শুক্রবার দুপুর পর্যন্ত মিরপুর, মোহাম্মদপুর, ধানমন্ডির আংশিক, শ্যামলী ও কল্যাণপুরে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে রাষ্ট্রায়ত্ত বিতরণ কোম্পানি তিতাস।

কোম্পানির জনসংযোগ কর্মকর্তা মির্জা মাহবুব হোসেন গণমাধ্যমকে বলেন, সকালে পশ্চিম শেওড়াপাড়া এলাকায় ওয়াসার পানির লাইনের কাজের সময় গ্যাসের লাইন ফেটে আগুন ধরে যায়। গ্যাস লাইনে আগুন লাগার পর তা আর নেভানো যাচ্ছিল না। তাই আগুন নিভাতে গাবতলী ডিআরএস বন্ধ করতে হয়। পরে অবশ্য আগুন নিয়ন্ত্রণে আসে।

-কেএম

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily