অনলাইন ডেস্কঃ

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি) সম্প্রতি ব্যাংকের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে। এমটিবি’র চেয়ারম্যান, মোঃ হেদায়েত উল্লাহ, ভাইস চেয়ারম্যান, খাজা নারগিস হোসেনসহ এমটিবি’র পরিচালকবৃন্দ এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে এমটিবি’র প্রধান কার্যালয়, এমটিবি সেন্টার, গুলশান ১, ঢাকায় কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন।

অন্যান্যদের মধ্যে এমটিবি’র পরিচালকবৃন্দ সৈয়দ মঞ্জুর এলাহী, মোঃ ওয়াকিল উদ্দিন, মোঃ আব্দুল মালেক, মোঃ মনিরুল ইসলাম, স্বতন্ত্র পরিচালকদ্বয়, আনোয়ারুল আমিন এবং ড. সুলতান হাফিজ রহমান, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী, আনিস এ. খান এবং বিভিন্ন ডিপার্টমেন্ট-এর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

-আরবি

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily