আর্ন্তজাতিকঃ

মাস্ক ব্যবহার না করায় ছাগলকে ‘গ্রেপ্তার’ করে থানায় নিয়ে গেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে ভারতের কানপুরের বেকনগঞ্জ এলাকায়। পরে এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় সমালোচনা।

পরে পুলিশের পক্ষ থেকে বলা হয়, একটি ছেলেকে মাস্ক না পরে ওই ছাগলটি নিয়ে রাস্তায় ঘুরতে তারা দেখেছিলেন। পুলিশ দেখে ছাগলটি রেখে ছেলেটি পালিয়ে যায়। আর সে কারণেই তারা ওই ছাগলটি থানায় নিয়ে আসেন।

জি নিউজ’এর খবরে বলা হয়, ছাগলটিকে পুলিশ গাড়িতে তুলে থানায় নিয়ে গিয়েছিল। পরে ছাগলের মালিক থানায় গিয়ে অনুরোধ করে ছাগলটি ছাড়িয়ে আনেন। আর ছাগল যাতে বাইরে না ঘুরে বেড়ায় তা নিয়ে ওই ছাগলের মালিককে সতর্ক করে পুলিশ।

ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই দ্রুত ভিডিওটি ভাইরাল হয়ে যায়। অনেকেই বিষয়টির তীব্র সমালোচনা করেন।

তবে খবরে আরো বলা হয়, যে পুলিশ কর্মকর্তা ছাগলটিকে থানায় নিয়ে আসেন, তিনি স্বীকার করেছেন ছাগলটিকে মাস্ক না পরিয়ে লকডাউন আইন লঙ্ঘন করা হয়েছে।

তিনি প্রশ্ন করেন এই পরিস্থিতিতে অনেক মানুষ নিজেদের বাড়ির পোষা কুকুরকে পর্যন্ত মাস্ক পরিয়ে রাখছেন তাহলে কেন ছাগলটিকে মাস্ক পরানো হবে না।

-ডিকে

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily