মাষ্টার জায়ান চৌধুরীর মৃতদেহ আসছে আগামীকাল

অনলাইনঃ
শ্রীলঙ্কায় কয়েকটি গির্জা এবং হোটেলে সিরিজ বোমা হামলার ঘটনায় নিহত বাংলাদেশের সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিমের নাতি জায়ান চৌধুরীর মৃতদেহ দেশে আসছে আগামীকাল মঙ্গলবার। এরই মধ্যে ব্রুনাই সফরে থাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গী ও শেখ সেলিমের ছেলে শেখ সাইম শ্রীলঙ্কায় পৌঁছেছেন। ঢাকা থেকে সেখানে গিয়েছেন শেখ সেলিমের স্ত্রী ও আরেক ছেলে শেখ নাইম।

অন্যদিকে নাতি জায়ান নিহত হওয়ার খবরে শেখ সেলিমের বনানীর ৯ নম্বর সড়কের বাসভবনে ভিড় করছেন দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। ভেতরে চলছে পবিত্র কোরআন খতম। তার বাসায় আসেন সাবেক মন্ত্রী ও প্রধানমন্ত্রীর বিয়াই খন্দকার মোশাররফ হোসেন।

তিনি বলেছেন, শ্রীলঙ্কার ওই হামলায় শেখ সেলিমের জামাই প্রিন্স আহত হয়েছেন। তার পায়ে বড় ধরণের ক্ষতি হয়েছে। ১৫ দিনের মধ্যে তিনি ‘মুভ’ করতে পারবেন না।

শেখ সেলিমকে সান্তনা দিয়ে ফিরে হুইপ ইকবালুর রহিম বলেছেন, হামলার সময় জায়ানের ছোটবোনকে নিয়ে তার মা সোনিয়া অবস্থান করছিলেন হোটেল কক্ষে। কিন্তু বিস্ফোরণের ভয়াবহতা তাদেরকেও আঘাত করে। এতে জায়ানের ছোটবোনও কিছুটা আহত হয়েছে।

রবিবার সকালে শ্রীলঙ্কার তিনটি গির্জা ও তিনটি হোটেলে পরপর বোমা হামলার ঘটনা ঘটে। এই ছয় হামলার তিন থেকে চার ঘণ্টা পর আরও দুটি স্থানে হামলার ঘটনা ঘটে। এসব ঘটনায় দেশটিতে এখন পর্যন্ত নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ২৯০ জনে। এতে আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন প্রায় ৫০০ জন।

এর মধ্যে হামলার শিকার একটি হোটেলের নিচতলার রেস্তোরাঁয় সকালের নাস্তা করতে গিয়েছিলেন প্রিন্স ও তার বড় ছেলে জায়ান চৌধুরী। ছোট ছেলে জোহানকে নিয়ে শেখ সোনিয়া ওই সময় হোটেলের কক্ষে ছিল।

আরও পড়ুনঃ

শেখ সেলিমের জামাতার দুই পা অকেজো!

বোমা হামলায় মশিউল হক প্রিন্স আহত হন এবং ছেলে জায়ান নিখোঁজ হয়। পরে জায়ানের মৃত্যু খবর আসে। বর্তমানে জায়ানের বাবা মশিউল হক প্রিন্স কলম্বোর একটি হাসপাতালে চিকিৎসাধীন।

-ডিকে

FacebookTwitter