সারাদেশঃ
নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন নড়াইল-২ আসনের এমপি ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার শাশুড়ি হোসনেয়ারা সিরাজ।
নড়াইলের সিভিল সার্জন ডা. মো. আবদুল মোমেন আজ ১৫ জুন, সোমবার সকালে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ‘হোসনেয়ারা সিরাজকে গতকাল রবিবার থেকে নিজ বাসায় আইসোলেশনে রাখা হয়েছে।’ তবে তিনি সুস্থ আছেন বলেও জানান সিভিল সার্জন।
এ নিয়ে নড়াইল জেলায় ৮ জন চিকিৎসক ও ১৪ জন হাইওয়ে পুলিশের সদস্যসহ মোট ৬১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এদের মধ্যে ৮ চিকিৎসকসহ ২৩ জন সুস্থ হয়ে উঠেছেন।
এখন পর্যন্ত জেলায় করোনায় আক্রান্ত হয়ে দুই জনের মৃত্যু হয়েছে বলেও জানান সিভিল সার্জন।
-ডিকে