ব্র্যাণ্ডঃ
আন্তর্জাতিক বাজারে ২০২১ সালে বিক্রিত বিলাসবহুল গাড়ির হিসাবে স্বদেশী মার্সিডিজ বেঞ্জকে পেছনে ফেললো জার্মানির বিএমডাব্লিউ।

বিএমডাব্লিউ ২০২১ সালের প্রিমিয়াম গাড়ির ক্ষেত্রে বৈশ্বিকভাবে শীর্ষ ব্রান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বলে এক লিংকড-ইন পোস্টে জানিয়েছেন বিএমডাব্লিউর হেড অব সেলস পিটার নোতা।

২০২১ এ ডেলিভেরি সংখ্যা যাচাই করা হচ্ছে, যদিও পুরো বছরের বিশ্লেষন এখনো প্রকাশ পায়নি। ডাইমলার এজি ব্রান্ডের তুলনায় এটাকে অসাধারণ অর্জন হিসেবে উল্লেখ করেন তিনি।

করোনা মহামারী প্রেক্ষিতে বিশ্বব্যাপী সেমিকন্ডাকটর চিপের সংকটে গাড়ি নির্মাতারা আক্রান্ত হলেও বিএমডাব্লিউর উৎপাদন কম বাধাগ্রস্থ হয়েছে বলে জানিয়ে মিউনিখ ভিত্তিক প্রতিষ্ঠানটি।

বিশ্বের উল্লেখযোগ্য সংখ্যক গাড়ি উৎপাদনকারী প্রতিষ্ঠান চিপসংকট থেকে মুক্তি পাওয়ার কথা ভেবেছিলেন তারা গত বছরের তৃতীয় প্রান্তিক শেষে হতাশ হয়েছেন।

বিএমডাব্লিউর এমন দাবির প্রেক্ষিতে মার্সিডিজ বলছে, গাড়ি উৎপাদন শিল্পে প্রয়োজনীয় উপাদানের গত বছরের প্রথমার্ধ থেকে সংকট থাকায় বাজারে এর প্রভাব পরেছে।

বিশ্বব্যাপী চাহিদা পূরনে উৎপাদন বাড়াতে কাজ করবে বলেও জানিয়েছে মার্সিডিজ।

প্রতিষ্ঠানের একজন মুখপাত্র জানিয়েছেন বিএমডাব্লিউ ২০২১ সালের প্রথম নয় মাসে ১৭ লক্ষ গাড়ী বিক্রি ডেলিভারি করেছে যা প্রতিদ্বন্দ্বী মার্সিডিজ বেঞ্জের থেকে ১ লক্ষ ১২ হাজার বেশি।

-শিশির

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily