সারাদেশঃ

বগুড়ায় এক মাছ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ ১৪ নভেম্বর, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় সদর উপজেলার অদ্দিরকোলা বাজারে এ ঘটনা ঘটে। 

নিহত আব্দুর রহিম চকঝপু দক্ষিণপাড়া গ্রামের মোজাহার সর্দারের ছেলে বলে জানা গেছে।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম বদিউজ্জামান এ সংবাদের সত্যতা নিশ্চিত করেন।

তিনি জানান, মাছ ব্যবসায়ী আব্দুর রহিম মোটরসাইকেলে করে বগুড়া শহরের দিকে আসছিলেন। এ সময় অদ্দিরকোলা বাজারের সামনের সড়কে দুর্বৃত্তরা তার মোটরসাইকেল থামায়। তাদের এলোপাতাড়ি কোপে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন রহিম। 

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে নিয়ে যায়।

কি কারণে আব্দুর রহিমকে হত্যা করা হয়েছে তা এখনো জানা যায়নি উল্লেখ করে ওসি আরো জানান, হত্যার রহস্য উদঘাটনে তদন্ত চলছে।

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily