আইন আদালতঃ
মাকে হত্যার আগে কাগজে শয়তানের ছবি এঁকেছিল খুনি ছেলে রকি বলে জানিয়েছে পুলিশ।

মা মমতাজ বেগমকে লক্ষ্মীপুরে সড়ক ও জনপথ বিভাগের স্টাফ কোয়ার্টারে হত্যার দায়ে তার ছোট ছেলে সাইফুল ইসলাম রকিকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সন্ধ্যায় নিজ কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান পুলিশ সুপার মাহফুজ্জামান আশরাফ।

এর আগে দুপুরে পৌরসভার মজুপুর এলাকার একটি বাসা থেকে তাকে আটক করা হয়।

প্রেস ব্রিফিংয়ে এসপি জানান, গ্রামের বাড়িতে ঈদ উদযাপন শেষে সোমবার (২৪ এপ্রিল) মমতাজ বেগম কোয়ার্টারে আসেন। সেদিন রাতে ছোট ছেলে রকি ধারালো ছুরি দিয়ে মাকে হত্যা করে। লাশ টুকরো টুকরো করে সেখানে রেখেই পালিয়ে যায় রকি।

এর আগে একটি কাগজে ছবি এঁকে হত্যার পরিকল্পনা করে সে। হত্যার পর বড় ছেলে বাপ্পী বাড়িতে এসে দরজায় রক্ত দেখে ৯৯৯ কল দিলে পুলিশ ঘটনাস্থলে যায়।

স্থানীয় লোকজনের সহায়তায় পেছনের দরজা দিয়ে বাসায় ঢুকে পুলিশ। ঢুকতেই একটি পাটি দিয়ে ঢাকা অবস্থায় মমতাজের বেগমের শরীরের কাটা অংশ দেখতে পায়।

-জেএফ

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily