সাবিনা ইয়াসমিন মুন্নাঃ

আম্মার সাথে ফোনে কথা বললাম।অনেক কিছু জানতে চাইলেন।কেমন আছি,কিভাবে দিন যাচ্ছে ইত্যাদি। নিজের আহাজারি করলাম। মা শুধু শুনেই গেলেন আর সান্তনা দিলেন। কি কি পাইনি শুধু তার ফিরিস্তি দিলাম। একবারোও বললাম না মা তুমি কি কি পাওনি! আসলে ফোন দিয়েছিলাম যা বলার জন্য কিন্তু সেটাতো বলা হলো না! Happy Mother’s day maaaa। মা তোমাকে খুব ভালোবাসি|খুব খারাপ লাগছে এখন। কেনো বললাম না!এ ব্যাপার গুলো হৃদয় দিয়ে উপলব্ধি করি, কখনো মুখে বলার প্রয়োজন বোধ করিনি| আমার মা, অন্যরকম একজন মানুষ!অনেক চাপা স্বভাবের। হাজারো কষ্ট পেলেও তিনি প্রকাশ করবেন না। খুব ভালো স্ত্রী।আমার বাবা অনেক ভালোবাসতেন তাকে। মা হিসেবে অসাধারণ। সব সন্তানের কাছেই তার মা শ্রেষ্ঠ,তবে আমার মা আমার কাছে সেরা মা। চার কন্যা আর দুই পুত্রের জননী তিনি।অল্প বয়সেই ছোট ছোট সন্তান নিয়ে বিধবা হন।বাবা মারা যাবার পর মা আমাদের এই ৬ ভাইবোনকে যে কি করে মানুষ করেছেন, কতো কষ্টে। আমার চোখে সবসময় দৃশ্যমান। আমি মায়ের কাছে শিখেছি কি করে সংগ্রাম করে টিকে থাকতে হয়,ছেলেপুলে মানুষ করতে হয়। অবশ্য আমার বাবা সম্পদ রেখে গেছেন। তাই তার যুদ্ধ করাটা একটু সহজই ছিলো বটে। আমার মা অনেক রাগি।এই রাগই তার সৌন্দর্য। আজ ভাবি মায়ের যদি রাগ না থাকতো তাহলে বোধহয় মানুষই হতামনা | আমার মা মানুষ হিসেবে খুব ভালো আর তাই কষ্টও পেয়েছেন জীবনে অনেক| মায়ের শিক্ষায় সব সময় চেষ্টা করি নিজেকে পরিচালিত করতে। বর্তমানে মা খুব কঠিন সময় পার করছেন।আমার বাবা মারা গেছে ২৮ বছর প্রায়।মায়ের এই সময়ে খুব ইচ্ছে করে তার পাশে থাকতে কিন্তু ভাগ্যদোষে কাছে পাই না| দোয়া করি আল্লাহ মাকে এই কঠিন সময়ে ধৈর্যশক্তি আরো বাড়িয়ে দিন। বাকি জীবন যেনো সুস্থতার সাথে কাটিয়ে যেতে পারেন এটাই আজকের দিনে আমার চাওয়া।

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily