বিনোদনঃ
বিয়ের জন্য ধর্মান্তরিত হয়েছেন মহেশ ভাট। তার আসল নাম আসলাম। মহেশ ভাটকে নিয়ে এ বিস্ফোরক মন্তব্য করলেন কঙ্গনা রানাউত।

সম্প্রতি কঙ্গনা তার ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেন। সেই স্টোরিতেই পরিচালক মহেশ ভাটকে একহাত নেন কঙ্গনা।

পুরোনো এক ভিডিও ক্লিপের ছবি শেয়ার করে কঙ্গনা বলেন, ‘মহেশ ভাটের আসল নাম মোটেই মহেশ নন। তার নাম আসলাম। অন্তত, আমাকে তা বলা হয়েছিল। সোনি রাজদানকে বিয়ে করার জন্য নাকি ধর্মান্তরিত হয়েছিলেন মহেশ।

কঙ্গনা আরও লেখেন, কী সুন্দর নামটা, তা গোপন রাখার দরকার কী ছিল? কঙ্গনার কথায়, ধর্মান্তরিত হওয়ার পর আসল নাম ব্যবহার করাই উচিত। অন্য কোনো ধর্মের প্রতিনিধিত্ব করার তার কোনো প্রয়োজন নেই।

মহেশ ভাটের প্রযোজনায় তৈরি গ্যাংস্টার ছবি থেকেই বলিউডে পা রাখেন কঙ্গনা। বার বার মহেশকে কটাক্ষ করেন কঙ্গনা। সম্প্রতি কঙ্গনা বলেছিলেন, শুটিং ফ্লোরে নাকি কঙ্গনাকে দারুণ অপমান করেছেন মহেশ ভাট।

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily