সারাদেশঃ
শুক্রবার (২৪ মার্চ) জুমার নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়ার পর দুর্বৃত্তরা তাকে গুলি করে হত্যা করে।

খুলনার দীঘলিয়া উপজেলা আওয়ামী লীগ নেতা শেখ আনসার আলীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

পুলিশ জানায়, নিহত শেখ আনসার আলী দিঘলিয়া উপজেলার আওয়ামী লীগের সাবেক সাংস্কৃতিক সম্পাদক। তিনি দীর্ঘদিন নগরীর খানজাহান আলী থানার শিরোমনি এলাকায় বসবাস করতেন। খুলনার দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউপি চেয়ারম্যান জাকির হত্যা মামলার তিনি আসামি।

খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, জুমার নামাজ শেষে বাড়ি ফিরছিল আনসার আলী। এ সময় নগরীর খানজাহান আলী থানাধীন শিরোমনি এলাকার লিন্ডা ক্লিনিকের সামনে দুর্বৃত্তরা তাকে পরপর তিনটি গুলি করে পালিয়ে যায়।

তিনি আরও জানান, দুর্বৃত্তরা আনসার আলীকে গুলি করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। তার শরীরে পরপর তিনটি গুলি করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

-জেএফ

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily