অনলাইনঃ
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাতিলের হিড়িক পরেছে। নির্বাচন কমিশনের মনোনয়নপত্র বাছাই শেষে বেশ কিছু হেভিওয়েট প্রার্থীসহ বিভিন্ন দলের আলোচিত অনেক প্রার্থীরা বাদ পরেছে। অনেক আসনে কমিশনের বাছাইয়ে টিকেনি বিএনপির একজন প্রার্থীও।
সারাদেশে ৭৮৬ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করেছে নির্বাচন কমিশন। নির্বাচনে অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই শেষে রোববার ইসি তাদের প্রার্থীতা বাতিল বলে ঘোষণা করে। এখানে যেমন রয়েছে দলীয় প্রার্থী ঠিক তেমনি স্বতন্ত্র প্রার্থীও।
এই মনোনয়নপত্র বাতিলের তালিকায় আছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া, কৃষক শ্রমিক জনতালীগের সভাপতি আবদুল কাদের সিদ্দিকী, জাতীয় পার্টির (জাপা) মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার, বিএনপির নেতা মীর মো. নাছির উদ্দিন ও তার ছেলে মীর মো. হেলাল উদ্দিন, মীর্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস, গণফোরাম থেকে ঐক্যফ্রন্টের প্রার্থী রেজা কিবরিয়া, স্বতন্ত্র প্রার্থী ইমরান এইচ সরকারসহ অনেক নেতা।
রোববার নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়, ঋণখেলাপী, আদালত কতৃর্ক দণ্ড প্রাপ্ত ব্যক্তিসহ নানা কারণে এই ৭৮৬ জন আবেদনকারীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা আগামী ৩ থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত তারা পুনরায় আবেদন করতে পারবে নির্বাচন কমিশনে। যার উপর ভিত্তি করে কমিশন আগামী ৬ থেকে ৮ ডিসেম্বর শুনানি করবে।
রোববার সারাদিনভরই আলোচিত বিষয় ছিলো বিভিন্ন প্রার্থীদের মনোনয়ন বাতিলের খবর। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে চায়ের দোকানে রাস্তায় বিভিন্ন আড্ডায় আলোচ্য বিষয় ছিল এই খবর।
-ডিকে