মনসুর আহমেদ চৌধুরী হৃদরোগে আক্রান্ত

অনলাইনঃ
দৃষ্টি প্রতিবন্ধীদের সহমর্মিতা, ভালোবাসার আলোয় ভরিয়ে দিতে প্রবল ইচ্ছাশক্তি, পরিশ্রম দিয়ে নিজের মেধাকে শানিত করে নিজ প্রতিবন্ধীতা আলোকে সমাজের সবার মাঝে আলো ছড়িয়ে দিয়ে চলেছেন এক অন্ধজন মনসুর আহমেদ চৌধুরী। সেই আলোদানকারী মনসুর আহমেদ চৌধুরী গতকাল রবিবার পেশাগত কাজ শেষে বাসায় ফেরার পথে নিজ গাড়িতে হঠাৎ বুকে ব্যাথা অনুভব করলে তাঁকে জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটে ভর্তি করানো হয়।

তাঁর একমাত্র ছেলে জাহিদ আহমেদ চৌধুরী জানান, বাবা ম্যাস ষ্টোক করেছেন। এখন যথারীতি পরীক্ষা-নীরিক্ষা করার পর ব্যবস্থা নেওয়া হবে।

বাবাই আমার একমাত্র আপন। এই পৃথিবীতে আমার আর কোন ভাইবোন নেই। তাই উনার জন্য সকলের নিকট দোওয়া চেয়েছেন।

মনসুর আহমেদ চৌধুরী বিশ্বসাহিত্য কেন্দ্রের ট্রষ্টি, টিআইবি সদস্য। ইম্প্যাক্ট ফাউন্ডেশন বাংলাদেশের পরিচালক ও ট্রাস্টি এবং আরো সাতটি সংস্থার সঙ্গে স্বেচ্ছাসেবী হিসেবে জড়িত।

FacebookTwitter